'I.N.D.I. A' জোট তৈরি করেছে বিরোধীরা। কিন্তু, বাংলায় এখন সেই জোটেই এখন অজস্র জট। জাতীয় স্তরে যে দলগুলি একসঙ্গে, বাংলায় তার মধ্য়ে কে কার হাত ধরতে চায়, তা নিয়েই রয়েছে সংশয়। যার জেরে আসন সমঝোতাও কার্যত বিশ বাঁও জলে! 'I.N.D.I. A' -র বৈঠকে রাহুল গান্ধী ( Rahul Gandhi ) এবং সনিয়া গান্ধীর ( Sonia Gandhi ) পাশে দেখা গেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ( Mamata Banerjee ) ।
রাহুল গান্ধীকে ফেভারিট বলে মন্তব্য় করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার কাকভোরে রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
কিন্তু, এরাজ্য়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমীকরণের ছবিটা পুরোপুরি উল্টো। সূত্রের খবর, জাতীয় স্তরের মতো এ রাজ্য়েও কংগ্রেসকে পাশে চায় তৃণমূল। কিন্তু, এক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের অবস্থান একেবারে উল্টো। হাইকমান্ড ইন্ডিয়ার মঞ্চে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে পাশে নিয়ে চললেও, এরাজ্য়ের কংগ্রেস নেতারা তৃণমূলের হাত ধরতে নারাজ বরং তারা সিপিএমের সঙ্গে জোট বজায় রাখার পক্ষপাতী। ধূপগুড়িতে মহম্মদ সেলিমকে পাশে নিয়ে, তৃণমূলকে আক্রমণ করে, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন অধীর চৌধুরী।
অন্যদিকে আবার, প্রদেশ কংগ্রেস সভাপতি আক্রমণ শানালেও, তার পাল্টা জবাব দিচ্ছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তা নিয়েই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, বাংলায় সংখ্যালঘু ভোট নিজেদের পক্ষে রাখতেই কি কংগ্রেস সম্পর্কে এখন নীরব অবস্থান নিয়েছে তৃণমূল? এর নেপথ্যে অনেকে উত্তরবঙ্গের ভোট-সমীকরণের কথাও ভাবছেন।
আবার সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি 'INDIA'-র জন্য় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে একমঞ্চে এলেও এরাজ্য়ে তৃণমূল-সিপিএম হাত ধরাধরির কোনও সম্ভাবনাই নেই! সিপিএমও কংগ্রেসকে পাশে নিয়েই চলতে চায়। অনেকে বলছেন, গত লোকসভা ভোটে মাত্র ৬ শতাংশ ভোট পাওয়া কংগ্রেস এখন আচমকাই জোটের রাজনীতিতে ফ্য়াক্টর হয়ে উঠেছে! বাম এবং তৃণমূল দুই শিবিরই তাদের পাশে চায়। কিন্তু, কংগ্রেস শেষ অবধি কী করবে? আর এই প্রশ্নের জেরেই বাংলায় আসন সমঝোতাও এখনও কার্যত বিশ বাঁও জলে!
দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, মধ্য়প্রদেশ, গুজরাতেও কি কংগ্রেসের সঙ্গে কেজরিওয়ালের পার্টির জোট হওয়া সম্ভব? কেরলেও কি কংগ্রেস ও সিপিএমের যুদ্ধে লাভবান হতে পারে বিজেপি? জোটের জটের জেরে এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে।
আরও পড়ুন :