কলকাতা: বিপুল খরচে কলেজ ফেস্ট, টাকার উৎস নিয়ে বিস্ফোরক সৌগত রায় (Sougata Roy)। বরানগরে টিএমসিপির (TMCP) তরফে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে এদিন তৃণমূল সাংসদ বলেন, "কেকে (KK Death) গান গাইতে এসে মারা গেল, আমি ভাবি, এত টাকা আসে কোথা থেকে? ৩০, ৫০ লক্ষ টাকা কে দিয়েছে? হাওয়া থেকে তো আসে না!’ তিনি আরও বলেন, "এই টাকার জন্য পাড়ার মস্তান, প্রোমোটারের কাছে সারেন্ডার করলাম। হইহল্লা দরকার, কিন্তু প্রথমেই সারেন্ডার করলে পরে লড়াই করব কী করে?''
কলেজ ফেস্টে টাকার উৎস নিয়ে প্রশ্ন সৌগতর: গত ৩১ মে কলকাতায় নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানের পর মৃত্যু হয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথের। সঙ্গীত মহলে তিনি কে কে নামেই পরিচিত ছিলেন। গুরুদাস কলেজের এই অনুষ্ঠান আয়োজন করেছিল তৃণমূল ছাত্র সংসদ। সঙ্গীতশিল্পীর মৃত্যুর পরই নানা প্রশ্ন উঠে আসে। কেন ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি? কেন অসুস্থতা সত্ত্বেও নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি? তেমনই প্রশ্ন ওঠে কলেজ ফেস্টের জন্য এই বিপুল অঙ্কের টাকার উৎস নিয়ে। এবার সেই একই প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বরানগরের অনুষ্ঠান থেকে প্রশ্ন তোলেন, "এত টাকা আসে কোথা থেকে? ৩০, ৫০ লক্ষ টাকা কে দিয়েছে?''
পাল্টা কটাক্ষ বিরোধীদের: তৃণমূল সাংসদের এই মন্তব্যে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। এবিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলেন, "তিনি যে রাজনৈতিক দলের সাংসদ সেই রাজনৈতিক দল গ্রামগঞ্জে সব জায়গায় এই ধরনের টাকা দিয়ে অনুষ্ঠান করছে। টাকাটা কোথা থেকে আসছে? আজকে কে কে-র ২৫ লক্ষ-২৬ লক্ষ টাকা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। এটা তো পশ্চিমবঙ্গব্যাপী। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত একই চিত্র। কার উদ্দেশে করলেন? কেন করলেন? নিজের কোন অবস্থানকে স্পষ্ট করলেন সেটা ভিন্ন বিষয় কিন্তু এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। এই টাকা কোথা থেকে আসছেন সেটা উনি জানেন না!'' সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) কথায়, "কে কে-র মৃত্যুর পর এই কথাটাই বলেছিলাম। কলেজের ইউনিয়ন বলে তো কিছু নেই। তাহলে ইউনিয়নের নামে টাকা দেওয়ার ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষ কী করে করল? এটা কি অনুপ্রেরণা? না কি এটা কলেজকে সামনে রেখে তোলাবাজি, না কি এটা বাইরের তোলাবাজ, তাঁদের কাছে সারেন্ডার করা! আজকে সৌগতবাবু বলাতে ভাল লাগছে। পারলে দলের মধ্যে লড়াইয়ে সাহায্য করুন।''
আরও পড়ুন: Abhishek Banerjee: 'উন্নয়নের লড়াইয়ে ভোকাট্টা করে দেব বিজেপিকে,' চ্যালেঞ্জ অভিষেকের