কলকাতা: এসএসকেএমে কালীঘাটের কাকুর কেবিনের সামনে হঠাৎ তৎপরতা। জোকা ইএসআই থেকে এল ৫জি অ্যাম্বুল্যান্স। অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে? তা নিয়ে হঠাৎই জল্পনা। এসএসকেএম হাসপাতালে চিকিৎকসাধীন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। বুধবার তাঁর কেবিনের সামনে হঠাৎই তৎপরতা লক্ষ করা গিয়েছে। সেখানে চলে আসে জোকা ইএসআই হাসপাতালের অ্যাম্বুল্যান্স এবং কেন্দ্রীয় বাহিনী। এ দিন সন্ধেতে ইডি আধিকারিকেরাও পৌঁছে যান এসএসকেএম হাসপাতালে। হাসপাতালের হৃদ্রোগ বিভাগেই ছিলেন রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। মনে করা হচ্ছে আজ রাতের মধ্যেই তাঁকে নিয়ে যাওয়া হতে পারে ইএসআই হাসপাতালে। সেখানে তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার কথা রয়েছে।
ইডির হাতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, গত ১৩৩ দিন ধরে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন। মাঝে ইডির তরফে তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ইডির আধিকারিকরা হাসপাতালে আসার আগের রাতেই, কার্ডিওলজি বিভাগের কেবিন থেকে কালীঘাটের কাকুকে শিশুদের জন্য বরাদ্দ ICCU-বেডে স্থানান্তরিত করে দেয় SSKM কর্তৃপক্ষ। ৫ দিন সেখানে রাখার পর ফের তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হয় কার্ডিওলজি বিভাগের কেবিনে। এই পরিস্থিতিতে SSKM হাসপাতাল সূত্রে খবর, এর আগে, সুজয়কৃষ্ণ ভদ্রের স্ট্রেস MPI পরীক্ষা করাতে চেয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি লেখে হাসপাতাল কর্তৃপক্ষ।
কালীঘাটের কাকু ( Kalighater Kaku ) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর ( Sujay Krishna Bhadra ) মানসিক চাপ কতটা এবং এর জন্য তাঁর হৃদযন্ত্রে কী প্রভাব পড়ছে জানতে এবার স্ট্রেস MPI টেস্ট করাতে চেয়েছি SSKM। সূত্রের খবর, এর জন্য প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠিও দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। চিঠিতে উল্লেখ করা হয়েছিল, কলকাতার চারটি বেসরকারি হাসপাতালে এই ধরনের পরীক্ষা করা হয়। জেল কর্তৃপক্ষ জানতে চাওয়ায় সেই চারটি হাসপাতালে তালিকাও পাঠিয়েছিল SSKM কর্তৃপক্ষ।
এর আগে হাই প্রোফাইল বন্দিদের নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এবার সুজয়কৃষ্ণর মানসিক স্বাস্থ্য পরীক্ষা নিয়ে SSKM-এর আবেদনে সাড়া দেবে কি না জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।