কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেককে সিবিআই-তলবের দিনই বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রর (Sujaykrishna Bhadra Update) বাড়িতে ইডি। সিবিআইয়ের পর এবার ইডি-র স্ক্যানারে 'কালীঘাটের কাকু'। বেহালায় 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়ের বাড়ি, ফ্ল্যাট, অফিসে তল্লাশি। ইডি সূত্রে খবর, নামে-বেনামে 'কালীঘাটের কাকু'র ১২টি সম্পত্তির হদিশ মিলেছে।
সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে ইডি: নিয়োগ দুর্নীতি মামলায় যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই, সেদিন একই মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র অর্থাৎ তাপস মণ্ডল বর্ণিত কালীঘাটের কাকুর বাড়ি, অফিস, ঘনিষ্ঠের বাড়ি-সহ একাধিক জায়গায় অভিযান চালাল আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ মাসের শুরুতেই সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে অভিযান চালিয়েছিল সিবিআই। সেদিন তাঁর ২টো মোবাইল ফোন,অ্যাডমিট কার্ড, একাধিক নথি এবং টাকা বাজেয়াপ্ত করা হয়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের দিনই তাঁর বাড়িতে হানা দিল ইডি।
নিয়োগ দুর্নীতি মামলায় এদিন সাত সকালে অভিযানে বেরিয়ে পড়ে ইডির একাধিক টিম। তার মধ্যে ইডি আধিকারিকদের তিনটি দল ঢুকে যায় বেহালার দিকে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাধারাণী নামে সুজয়কৃষ্ণ ভদ্রের এই বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যে বাড়িতে আসেন তিনি। এরপর তাঁকে নিয়ে বাড়ির ভিতরে চলে যান ইডির আধিকারিকরা। বেলা সাড়ে বারোটার দিকে একবার দরজা খুলে বেরোতে দেখা যায় সুজয়কৃষ্ণ ভদ্রকে। ইডির অপর একটি টিম চলে যায় ফকিরপাড়া রোডের ত্রিবেণী অ্যাপার্টমেন্টে। এই অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে S D কনসালট্যান্সির অফিস। যার নেমপ্লেটে রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম।এই অ্যাপার্টমেন্টের ঠিক উল্টোদিকের গলিতে ঢুকে যায় ইডির তৃতীয় টিম। গন্তব্য ১৫৭ ফকিরপাড়া রোড। সেখানে কোনও সূত্র না পেয়ে ইডির অফিসাররা পৌঁছন ৪০বি/১ ফকির পাড়া রোডে। এখানেই মেলে archieve কনসালট্যান্সির আরও একটি অফিস।ফকিরপাড়া রোডে সুজয়কৃষ্ণ ভদ্র ঘনিষ্ঠ প্রণব দে-র দুটি ফ্ল্যাটেও এদিন অভিযান চালান ইডি আধিকারিকরা।
নিয়োগ দুর্নীতি তদন্তে এদিন একযোগে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ১০টি জায়গায় হানা দিয়েছে ইডি। এর মধ্যে কলকাতায় কালীঘাটের কাকুর বাড়ি, অফিস, সুজয়কৃষ্ণ ঘনিষ্ঠ প্রণব দে-র বাড়ি, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের শিবরামপুরের বাড়ি-সহ ৬টি জায়গা এবং দক্ষিণ ২৪ পরগনার ৪টি জায়গায় চলছে তল্লাশি। দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল জেলা পরিষদ সদস্য জ্ঞানানন্দ সামন্তর বাড়িতেও সকাল থেকে ইডি-র তল্লাশি চলছে। বিষ্ণুপুরের বিবিরহাটে তৃণমূল নেতার বাড়ির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেতার বাড়ি লাগোয়া পুকুরে ফেলা হয়েছে কাগজের বাণ্ডিল। এই অভিযোগ পেয়ে পুকুরেও চলে তল্লাশি। তৃণমূল নেতার সঙ্গী ও বিষ্ণুপুর থানার সিভিক ভলান্টিয়ার রাহুল বেরার বাড়িতেও প্রায় সাড়ে ৬ ঘণ্টা তল্লাশি চালায় ইডি।
আরও পড়ুন: Worlds Most Expensive Ice Cream: বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম ! একটি কাপের দামে কেনা যাবে গাড়ি