সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) চাল কলের নামে এবার একাধিক ডাম্পারের হদিশ। সিবিআই (CBI) সূত্রে দাবি, ভোলে ব্যোম রাইস মিলের (Rice Mill) নামে কেনা হয়েছিল বেশ কয়েকটি ডাম্পার। দুর্গাপুরের (Durgapur) একটি শো রুম থেকে মোট ১ কোটি ৫৭ লক্ষ টাকার গাড়ি কেনা হয়েছিল। এর জন্য গত দুটি অর্থ বর্ষে মোট ২৮ লক্ষ টাকা জিএসটি দিয়েছিলেন অনুব্রত।


রাইস মিলের সঙ্গে রেশন দফতরের যোগ: অনুব্রত মণ্ডলের রাইস মিলের সঙ্গে রাজ্যে গণবণ্টন দফতর বা রেশন দফতরের যোগ। দাবি সূত্রের। গতকাল ভোলে ব্যোম চাল কলে সিবিআইয়ের তল্লাশি অভিযানে অংশ নেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার দুই আধিকারিক। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর বোলপুরের ভোলে ব্যোম ও সিউড়ির একটি রাইস মিল থেকে রেশন দফতরে চাল যেত। এই সংক্রান্ত তথ্য মেলায় গতকাল অভিযানে যান এফসিআই আধিকারিকরা। সেক্ষেত্রে সব নিয়ম মেনে খাদ্য দফতরে চাল পাঠানো হত কি না, খতিয়ে দেখা হচ্ছে।


গরুপাচার মামলায় আজ ফের তাঁকে আসানসোলের বিশেষ আদালতে তোলা হবে। সিবিআই সূত্রে দাবি, ঘনিষ্ঠদের নামে অনুব্রতর প্রচুর বেনামি সম্পত্তি রয়েছে। এছাড়াও, অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ছাড়াও রয়েছে ফার্ম হাউস, জমি, রাইস মিল। সেক্ষেত্রে অনুব্রতর আয়ের উত্স কী, তা জানতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারীরা। সিবিআই সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত। সেই কারণে তাঁকে ফের হেফাজতে চাওয়ার সম্ভাবনা সিবিআইয়ের।z


অনুব্রতর আরও সম্পত্তির হদিশ: গরুপাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলের চালকল থেকে আরও সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি সিবিআইয়ের। সিবিআই সূত্রে দাবি, গতকাল ঘণ্টা ছয়েকের অভিযানে মিলেছে কালিকাপুর ও গয়েশপুর মৌজায় একাধিক সম্পত্তির নথি। যেগুলির মালিকানা অনুব্রতর স্ত্রী ছবি ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। এর মধ্যে গয়েশপুর মৌজায় রয়েছে ২৮টি জমি। যার ১৫টির মালিকানা অনুব্রতর স্ত্রীর। এই বিপুল সম্পত্তি কেনা হয়েছিল ২০১৪-২০১৭, এই চারবছরে। সিবিআই সূত্রে দাবি, এছাড়াও, বীরভূম ও পুরুলিয়া জেলায় একাধিক চালকল রয়েছে মণ্ডল পরিবারের। যেগুলির অংশীদারি রয়েছে অনুব্রত-কন্যা সুকন্যার নামে। সিবিআইয়ের নজরে এখন এই সমস্ত সম্পত্তিও। গরুপাচারের টাকায় এইসব সম্পত্তি কেনা হয়েছিল, তাও খতিয়ে দেখা হয়েছে। খবর সূত্রের। 


আরও পড়ুন:  Hooghly News: 'প্রশাসনের লোক এসে মাপজোক করে', গঙ্গায় তলিয়ে যেতে পারে ১৫০- ২০০ বাড়ি