নয়াদিল্লি: পানামা পেপার কাণ্ডে (Panama Papers case) এবার বড়সড় ধাক্কা বচ্চন পরিবারে। আজ দিল্লির লোকনায়ক ভবনে 'ইডি' তলব করেছে বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনকে (Aishwarya Rai)। তবে আজ যাচ্ছেন না, চিঠি দিয়ে জানিয়েছেন অমিতাভের পুত্রবধূ, খবর সূত্রের। নোটিস পাঠানো হতে পারে অমিতাভ বচ্চনকেও। সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে প্রশ্নপত্র। পানামা পেপার কাণ্ডে প্রায় ৫০০ জন ভারতবাসীর জড়িত থাকার খবর পাওয়া গেছে।


পানামা পেপার কাণ্ডে জড়িত এই ৫০০ জনের মধ্যে রয়েছেন একাধিক নেতা, অভিনেতা, খেলোয়াড়, ব্যবসায়ী। এই প্রথম সারির তারকাদের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কর আদায় কর্তৃপক্ষ তদন্ত করছে। 


 







অভিষেক বচ্চনও এই তদন্তে যোগদান করেছে মাসখানেক আগে। বহুদিন ধরেই এই পানামা পেপার কাণ্ডের তদন্ত চলছে। দেশের একাধিক তাবড় নামকে এই তালিকায় যোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এই মামলায়, মাস খানেক আগে, ইডি অফিসে পৌঁছন অভিষেক বচ্চনও। বেশ কিছু নথিপত্র তিনি ইডি আধিকারিকদের হাতে তুলে দেন। ইডি সূত্রেই খবর, খুব শীঘ্রই নোটিস পাঠিয়ে তলব করা হবে বিগ-বিকেও। 


দীর্ঘদিন ধরে চলা 'পানামা পেপার কাণ্ড'-এ আগেই নাম জড়ায় বচ্চন পরিবারের। ২০১৬ সালে, যুক্তরাজ্যে পানামা ভিত্তিক একটি আইন সংস্থার ১১.৫ কোটি টাকার করের নথি ফাঁস হয়। এতে সারা বিশ্বের বড় বড় নেতা, ব্যবসায়ী ও বড় বড় ব্যক্তিত্বদের নাম প্রকাশ করা হয়। ভারতের ক্ষেত্রে, প্রায় পাঁচশোরও বেশি মানুষের নাম জানা গেছে। এতে বচ্চন পরিবারের নামও রয়েছে। সূত্রের খবর, অমিতাভ বচ্চনকে চারটি কোম্পানির ডিরেক্টর করা হয়। যেগুলির মধ্যে তিনটি ছিল বাহামায় ও একটি ভার্জিন আইল্যান্ডে। ১৯৯৩ সালে তৈরি হয় এই কোম্পানিগুলি। এই সংস্থাগুলির আসল (Capital) ছিল পাঁচ হাজার থেকে ৫০ হাজার ডলারের মধ্যে। ঐশ্বর্যাকে এর আগে একটি কোম্পানির ডিরেক্টর করা হয়েছিল। পরে তাঁকে কোম্পানির শেয়ার হোল্ডার ঘোষণা করা হয়।