রঞ্জিত সাউ, নিউটাউন: আলাপ, বন্ধুত্ব, প্রেম, পরিণয়, কী না হয় এখন সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ? সোশ্যাল মিডিয়া একই ছাতার তলায় এনে দিয়েছে বহু মানুষকে। অচেনা মানুষ মুহূর্তেই হয়ে উঠছে পরিচিত। এর যেমন ভাল দিকও রয়েছে, তেমনই মন্দ প্রভাবও কম নয়। সোশাল মিডিয়া মারফত বন্ধুত্ব করে ঠকতে হচ্ছে বহু মানুষকে। ভার্চুয়াল বন্ধুত্ব হয়ে উঠছে ভয়ঙ্কর। এবার সোশাল মিডিয়ায় ভাব জমিয়ে মাদক খাইয়ে লুঠের অভিযোগ উঠল ২ তরুণীর বিরুদ্ধে।

নিউটাউনের ঘটনা। অভিযোগ, শহরের এক পাঁচতারা হোটেলে আসানসোলের যুবককে দেখা করতে বলেন তরুণী। সোশাল মিডিয়ায় কয়েক মাস আগে আলাপ হয়েছিল তাঁদের। জানা গিয়েছে, হোটেলে এক বান্ধবীকেও সঙ্গে নিয়ে যান তরুণী। সেখানেই মাদক মিশিয়ে যুবককে মদ্যপান করানোর অভিযোগ। তারপরই সোনার চেন, আংটি, প্রায় ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেন তরুণী ও তাঁর বান্ধবী। ইকো পার্ক থানায় অভিযোগ জানিয়েছেন ওই যুবক।  


ঠিক কী ঘটেছিল ? আসানসোলের ওই যুবকের সঙ্গে এক তরুণীর সোশ্যাল মিডিয়ায় আলাপ । এরপরেই চলতি মাসের ২৫ তারিখে তাঁদের দেখা। সেটা কীভাবে?  অভিযোগ, ওই তরুণী চান পার্ক স্ট্রিটে একটি হোটেলে দেখা করতে। কিন্তু যুবক তা চাননি। তিনি চান নিউটাউনে হোটেল বুক করতে। সেইমতো, পাঁচ তারা হোটেল বুকিং করে  ওই তরুণীকে হোটেলের রুম নম্বর পাঠান ওই যুবক।

ওই তরুণী  তাঁর এক  বান্ধবীকে নিয়ে হোটেলে আসেন। অভিযোগ, তারপর তখন ওই তরুণীর আবদারে ওই যুবক তাঁর বান্ধবীর সঙ্গে সিগারেট কিনতে যান। ফিরে এসে একপ্রকার জোরাজুরি করেই নাকি তাঁকে মদ্যপান করানো হয়। যুবকের অভিযোগ ওই পানীয়তেই মেশানো ছিল ঘুম-পাড়ানি কিছু। তিনি নাকি সংজ্ঞা হারান ও সকালে উঠ দেখেন, তাঁর অনেক কিছু নিয়ে চম্পট দিয়েছেন তরুণীরা। যুবকের অভিযোগ, তাঁরা  সোনার চেন, আংটি, ত্রিশ হাজার টাকা ও অন্যান্য জিনিস নিয়ে চম্পট দিয়েছে।


এরপরই ওই যুবক ইকো পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করে । সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে  নেমেছে।                               


আরও পড়ুন


মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial