কলকাতা: দক্ষিণী অভিনেতা নাগার্জুন বিপাকে পড়েছেন। হায়দরাবাদের এন কনভেনশন সেন্টার সম্পর্কিত মামলায় আর্থিক তছরূপের অভিযোগ উঠে এসেছে তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ৩ অক্টোবর ভাস্কর রেড্ডি নামের এক ব্যক্তি মাধপুর থানায় নাগার্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সংবাদসূত্রে জানা গিয়েছে মাধপুর সার্কল ইনস্পেক্টর কৃষ্ণমোহন জানিয়েছেন যে নাগার্জুনের (South Actor Nagarjuna) বিরুদ্ধে দায়ের করা অভিযোগে দাবি করা হয়েছে যে অভিনেতা অনুষ্ঠানস্থল থেকে অর্থাৎ কনভেনশন সেন্টার থেকে অন্যায়ভাবে প্রভূত মুনাফা অর্জন করেছেন। এই পরিস্থিতিতেই অভিযোগকারী ভাস্কর রেড্ডি সরকারের কাছে দাবি জানিয়েছেন (Money Laundering Case) যাতে সেই টাকা উদ্ধার করা হয়। ইনস্পেক্টর কৃষ্ণমোহনের কথায় জানা যায় এই বিষয়টি আইনি মতানুসারে খতিয়ে দেখতে চাইছে পুলিশ এবং এখনও কোনও মামলা দায়ের হয়নি নাগার্জুনের বিরুদ্ধে।
অভিনেতার বিরুদ্ধে কে জানালেন অভিযোগ
হায়দরাবাদের এন কনভেনশন সেন্টার সম্পর্কিত মামলায় দক্ষিণী অভিনেতা নাগার্জুনের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে বিগত ৩ অক্টোবর বৃহস্পতিবার ভাস্কর রেড্ডি নামের এক ব্যক্তি মাধপুর থানায় নাগার্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
সমগ্র বিষয়টি কী
সংবাদসংস্থা এএনআইয়ের মতে, মাধপুর সার্কল ইনস্পেক্টর কৃষ্ণমোহন জানিয়েছেন নাগার্জুনের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করা হয়েছে যাতে বলা হয়েছে এন কনভেনশন সেন্টার থেকে অন্যায়ভাবে তিনি মুনাফা লাভ করেছেন। সেই টাকা উদ্ধার করে যাতে সরকারের কাছে ফেরত দেওয়া হয়, সেই দাবি জানিয়েছেন ভাস্কর রেড্ডি নামের সেই ব্যক্তি। এখনও মামলা কিছু দায়ের হয়নি, আইনি মতামত নিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ।
মাটিতে ভেঙে পড়েছিল কনভেনশন সেন্টার
সেই এন কনভেনশন সেন্টার মাটিতে ভেঙে পড়ার পঅর এই ঘটনা ঘটেছিল বলে জানানো হচ্ছে। অগাস্ট মাসে নাগার্জুন এই জমির আইনি ভিত্তি নিয়ে লড়াই করেছিলেন, এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে নাগার্জুন লিখেছিলেন যে বড় বড় জনপ্রিয় অভিনেতাদের নিয়ে মাঝেমাঝেই চড়িয়ে চড়িয়ে খবর লেখা হয় এবং তাদের চরিত্র হননের চেষ্টা করা হয়।
আরও কী লিখেছেন নাগার্জুন
এক্স হ্যান্ডলে দক্ষিণী অভিনেতা নাগার্জুন আরও লেখেন যে এই এন কনভেনশন যে জমির উপর করা হয়েছে, সেই জমিটি আদপে ইজারা দলিল জমি। এক শতাংশ জমিও দখল করে নেওয়া হয়নি। অভিনেতার সুনাম রক্ষার জন্য কিছু তথ্য জনসমক্ষে নিয়ে আসার জন্যই এই পোস্ট করা হয়েছে বলে মনে করা হয়। আইন অমান্যকারী নাগরিক হিসেবে আদালত যদি অভিনেতার বিরুদ্ধে রায় দিতেন, তাহলে তিনি নিজেই সেই কনভেনশন সেন্টার ভেঙে ফেলতেন, এমনটাই মত নাগার্জুনের।