মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: এলাকাবাসীর বাধায়, বন্ধ হয়ে গেল পানীয় জল প্রকল্পের কাজ। পশ্চিম বর্ধমানের কাঁকসায় এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কাজ বন্ধ করা হয়। যদিও, তৃণমূলের দাবি, ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতি।


ভূগর্ভ থেকে জল তুলে, পাইপলাইনে করে, পাশের পঞ্চায়েত এলাকায় নিয়ে যাওয়ার কাজ চলছিল। আচমকাই, এলাকাবাসীর বিক্ষোভে, পশ্চিম বর্ধমানের কাঁকসায় বন্ধ হয়ে গেল সরকারি কাজ। কাঁকসার আকন্দারা এলাকার বাসিন্দাদের দাবি, সারা বছরই তাঁরা জলকষ্টে ভোগেন। সেই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত, তাঁদের এলাকা থেকে অন্য জায়গায় জল পাঠাতে দেওয়া হবে না।


আরও পড়ুন: Hooghly: রাতের অন্ধকারে পুকুর ভরাট, বৈদ্যবাটি পুরসভা উদ্যোগে বন্ধ হল কাজ


কাঁকসার বাসিন্দা বাদুলি বাউড়ি বলেন, বলছিল সাপ্লাই করব বাইরে, বাইরে সাপ্লাই করলে আমরা কী খাব, তার জন্য আমরা জড়ো হয়ে বলি সাপ্লাই করতে দেব না।  জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজ বন্ধ করে দেওয়ার ঘটনায়, শুরু হয়েছে তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কারণে, বন্ধ করে দেওয়া হয় কাজ। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। বিজেপির জেলা সম্পাদক, অভিজিৎ দত্ত বলেন, বাধা দেওয়ার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পানাগড়ে কারখানার মালিকরা তৃণমূলের কোন্দলে মার খেয়েছে, এর নেপথ্যে রয়েছে কাটমানি, তোলবাজি।


কাঁকসার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন, এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, মানুষকে বোঝাব জল তুললে এখানকার মানুষের অসুবিধা হবে না। যদিও প্রশাসনের দাবি, সমস্যা দ্রুত মিটে যাবে। কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য বলেন, গ্রামবাসীদের সঙ্গে বসে সমাধানের জায়গায় এসেছি, যারা বাধা দিয়েছে তারা হয়তো জানেন না ঠিকমতো, তাদের সমস্যা সমাধান করা হবে। পাইপলাইনের কাজে কাঁকসার আকন্দারারা বাসিন্দারা বাধা দেওয়ায়, সমস্যায় পড়েছেন ফরিদপুরের বাসিন্দারা। সেখানে কবে পানীয় জল পৌঁছবে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।


আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকার চোরাই কাঠ! কীভাবে জঙ্গলে ঢুকছে চোরাশিকারিরা? বন-সুরক্ষায় প্রশ্নে পরিকাঠামো