বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: প্রসাদ খেয়ে তরুণের অসুস্থ হওয়ার জল্পনায় হইচই চলছিলই। এবার তাঁর মৃত্যু (Youth Death) হলে উত্তেজনা দেখা দেয় ডেবরা হাসপাতাল (Debra Super Speciality Hospital) চত্বরে। মৃতের নাম বিশ্বজিৎ ঘোড়াই। বয়স ২১ বছর।


কী জানা গেল?  
প্রশাসন সূত্রে খবর, ওই তরুণের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত ডুঁয়া অঞ্চলের পদিমা গ্রামে। গত শুক্রবার ডেবরা থানার ডুঁয়া অঞ্চলের পদিমা গ্রামে একটি ভূষিমাল দোকানে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে হালখাতার অনুষ্ঠানে চিড়ে ও ফলপ্রসাদ খাওয়ানো হয়। গ্রামের সাধারণ মানুষ সেই প্রসাদ খেতে যান। স্থানীয়দের দাবি, ওই প্রসাদ খাওয়ার পরই এলাকার ৫৭ জন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের বমি-সহ একাধিক উপসর্গ দেখা দেয়। অসুস্থদের শনিবার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসা চলছিল প্রত্যেকের। হঠাতই চিকিৎসাধীন অবস্থায়, গত কাল রাতে বিশ্বজিৎ ঘোড়াই নামে ওই তরুণের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে বিশ্বজিতের। খবর শুনে ক্ষোভে ফেটে পড়েন মৃত তরুণের পরিবারের সদস্যরা। হাসপাতাল চত্বরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি এমনই যে ঘটনাস্থলে পৌঁছে যায় ডেবরা থানার পুলিশ। তবে গোটা পর্বে এখনও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া আসেনি। 


আগেও প্রসাদ খেয়ে অসুস্থতা...
গত বছর এপ্রিলে প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা শোনা গিয়েছিল হাওড়ার আমতায়। সে বার হরিনাম মহোৎসবের ভোগ খেয়ে গ্রামসুদ্ধ মানুষই প্রায় অসুস্থ হয়ে পড়েন। শোরগোল পড়ে যায় হাওড়ার আমতায়। কমপক্ষে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়, যার মধ্যে ছিল পাঁচ-ছ’জন শিশুও। প্রসাদের ভোগে মেশানো জল এবং অন্যান্য সামগ্রী থেকে বিষক্রিয়ার জেরেই সকলে একসঙ্গে অসুস্থ হয়ে থাকতে পারেন বলে অনুমান ছিল চিকিৎসকদের। স্থানীয় সূত্রে জানা যায়,  মহোৎসব উপলক্ষ্যে হরিনাম শুনতে হাজির হয়েছিলেন গ্রামের বাসিন্দারা। সেখানেই মহাপ্রসাদের ভোগ বিতরণ করা হয়। চেটেপুটে সকলেই তা খেয়েছিলেন। আবার বাড়িও এনেছিলেন। সকালে ঘুম থেকে উঠেও বেঁচে যাওয়া সেই প্রসাদ খান অনেকে। তার পরই বিপত্তি। একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাঁদের প্রত্যেকেই ওই প্রসাদ খেয়েছিলেন এবং প্রত্যেকের উপসর্গও প্রায় এক। পেটে ব্যাথা, বমি, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেয় সকলের মধ্যেই। ঘন ঘন বমি করতে থাকেন তাঁরা। পেটের যন্ত্রণা। কাতরাতে থাকেন। একসঙ্গে সকলের মধ্যে এমন উপসর্গ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


আরও পড়ুন:হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো