পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: চলন্ত নাগরদোলায় সেলফি তুলতে গিয়ে বেয়ারিংয়ে চুল আটকে মর্মান্তিক মৃত্যু তরুণীর। বাঁকুড়ার ঘটনা। বেশ কিছুক্ষণ ধরে বেয়ারিংয়ে আটকে থাকা চুলের গোছায় ভর দিয়ে তরুণী ঝুলেছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে উঁচু থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান। প্রথমে আহত তরুণীকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতা নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম প্রিয়াঙ্কা বাউরি।


কী ঘটেছে?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাঁকুড়া শহর লাগোয়া এক্তেশ্বরে শুরু হওয়া গাজন মেলায় এসে নাগরদোলায় চড়েছিলেন ভাদুল গ্রামের বছর কুড়ির তরুণী প্রিয়াঙ্কা। চলন্ত নাগরদোলায় উঠে  প্রিয়াঙ্কা মোবাইলে সেলফি নেওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়দের দাবী, এই সময় কোনও ভাবে ওই তরুণীর খোলা চুল নাগরদোলার পিলার ও বেয়ারিংয়ে জড়িয়ে যায়। এর জেরে নিজের আসন থেকে ছিটকে যান ওই তরুণী। কিন্তু তার পরও বেয়ারিংয়ে আটকে থাকা চুলের সাহায্যেই তরুণীর দেহ ঝুলতে থাকে। অল্পক্ষণ এ ভাবে ঝুলে থাকার পর বেয়ারিংয়ে আটকে পড়া চুলের গোছা ও মাথার উপরের ত্বক থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় কুড়ি ফুট উপর থেকে নিচে পড়েন তরুণী। ঘটনায় গুরুতর চোট লাগে প্রিয়াঙ্কার। দ্রুত তাঁকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় রেফার করা হয়। কিন্তু কলকাতায় পৌঁছানোর আগেই তরুণীর মৃত্যু হয়। এই ঘটনার পর ওই নাগরদোলা বন্ধ করে দেয় প্রশাসন। 


বাসন্তী উৎসবে
গত মার্চেও কোচবিহারে বাসন্তী পুজোর মেলা চলাকালীন ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল ৩ জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটে দিনহাটার হোকদাহ গ্রামে। স্থানীয় সূত্রে খবর, রেললাইনের ধারে বসেছিলেন তিনজন। সেইসময়ে শিলিগুড়ি থেকে বামনহাটগামী প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, রেল লাইনের পাশে মেলা চলছিল। সেই সময় স্থানীয় বাসিন্দা রঞ্জিত বিশ্বাস, কমলেশ বর্মন ও দয়াল বর্মন রেললাইনের ধারে বসে ছিলেন। রেললাইনে তারা বসে থাকার সময় হঠাৎই লাইনে এসে পড়ে একটি প্যাসেঞ্জার ট্রেন। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে উঠে সরে যাওয়ার আগেই ট্রেনের ধাক্কা খান তাঁরা। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মর্মান্তিক যে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর জেরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।   


আরও পড়ুন:অমিত শাহর সভার সূচিবদল, আজই পুজো দেবেন দক্ষিণেশ্বর মন্দিরে