গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ভাইয়ের হাতে দাদা খুন! জমি-বিবাদে দাদাকে পিটিয়ে মারার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) হারউড পয়েন্ট কোস্টাল থানার কালীনগরের ঘটনা। জমি নিয়ে সালিশি সভা থেকে ফেরার পথেই হামলার অভিযোগ। দাদাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। খুনে অভিযুক্ত মোহনলাল দাসকে গ্রেফতার করেছে পুলিশ।
দাদাকে পিটিয়ে মারার অভিযোগ: পৈতৃক জমি নিয়ে বচসার জেরে দাদাকে পিটিয়ে মারল ভাই। ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় মুখ। নৃশংস খুনের অভিযোগ উঠল হারউড পয়েন্ট কোস্টাল থানার কালীনগর এলাকায়। মৃতের নাম মতিলাল দাস। স্থানীয়রা জানিয়েছেন, বছর ষাটের মতিলালের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের বিবাদ চলছিল। গতকাল এই নিয়ে এক প্রতিবেশীর বাড়িতে সালিশি সভাও হয়। অভিযোগ, সেখান থেকে ফেরার পথে, দাদাকে একা পেয়ে রাস্তার মধ্যেই বেধড়ক মারধর করেন ভাই মোহনলাল। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দাদার। খুনে অভিযুক্ত ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
রাস্তায় ইট রাখা নিয়ে বচসার জেরে চলতি সপ্তাহেই এক ব্য়ক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে পূর্ব বর্ধমানের (Purba Burdhaman) পূর্বস্থলীতে। মৃতের নাম আজগর শেখ, মৃতের ভাগ্নেকেও মারধর করা হয় বলে অভিযোগ। খুনের ঘটনায় ৬ জনকে আটক করে পূর্বস্থলী থানার পুলিশ (Purbasthali Police Station)। অভিযোগ, চলাচলে অসুবিধা হচ্ছে বলায়, আজগরকে গাড়ি থেকে নামিয়ে লোহার রড দিয়ে পেটায় অভিযুক্তরা। বাধা দিলে আজগরের ভাগ্নেও আক্রান্ত হন বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছিল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দফরপোতা এলাকায়। পরিবারের দাবি, সোমবার রাতে ভাগ্নেকে নিয়ে গাড়িতে স্থানীয় ন'পাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন আজগর শেখ। রাস্তায় ইট ফেলে রাখা ছিল। আজগর শেখকে গাড়ি থেকে নেমে ইট সরাতে গেলে বচসা শুরু হয়। সেই সময় কয়েক জন প্রতিবেশী তাঁকে মারধর করেন বলে অভিযোগ। লোহার রড দিয়ে মাথার পিছনে আঘাত করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় পূর্বস্থলী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Parliament Winter Session: সংসদে স্মোক-ক্যান হামলা, নজরে আরও দুই সন্দেহভাজন