নয়াদিল্লি: সংসদে স্মোক হানায় (Parliament Winter Session) নজরে আরও ২ সন্দেহভাজন। কর্ণাটক ও উত্তরপ্রদেশে হানা দিয়ে ২ সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। কর্ণাটকের বাগলকোটে সফটওয়ার ইঞ্জিনিয়ার সাই কৃষ্ণ জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃত মনোরঞ্জন ডি-র বন্ধু সাই কৃষ্ণ। উত্তরপ্রদেশের জালাউঁতেও অতুল কুলশ্রেষ্ঠ নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


নজরে আরও দুই সন্দেহভাজন: সংসদে স্মোক-ক্য়ান হামলায় এবার তদন্তকারীদের নজরে কর্ণাটকের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দাক্ষিণাত্যের ওই রাজ্য ও উত্তরপ্রদেশে হানা দিয়ে দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদও করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। কর্ণাটকের বাগলকোটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাই কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। সাই কৃষ্ণ সংসদ-হামলায় ধৃত মনোরঞ্জন ডি-র বন্ধু। পাশাপাশি, উত্তরপ্রদেশের জালাউঁতেও অতুল কুলশ্রেষ্ঠ নামে এক ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 


কী ঘটেছিল?


গত ১৩ ডিসেম্বর নতুন সংসদে ঘটে গিয়েছে নজিরবিহীন ঘটনা। লোকসভা চলাকালীন ঢুকে আচমকাই হানা দেয় দুই যুবক। সভার মাঝেই ‘রং স্প্রে’ করেন এবং স্লোগান দিতে শুরু করেন ২ যুবক।প্রায় ১২০০ কোটি টাকায় তৈরি নতুন ভারতের নতুন সংসদে ঘটনার সময় বক্তব্য রাখছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। হঠাৎ পিছনের গ্যালারির দর্শকাসন থেকে ঝাঁপ দেন ২ যুবক। থতমত খেয়ে বক্তব্য থামিয়ে দিলেন খগেন মুর্মু। উঠে দাঁড়িয়ে পড়লেন আশপাশের সব সাংসদরা। স্পিকারের আসনে তখন বসে রাজেন্দ্র আগরওয়াল। ঘটনার আকষ্মিকতায় থমকে গিয়েও তড়িঘড়ি সংসদের অধিবেশন স্থগিত করে দেন তিনি। ততক্ষণে লোকসভার ভিতরে একের পর এক বেঞ্চ টপকে এগিয়ে চলেছে ২ যুবক। দৌড়ে এসে তাঁদের ধরার চেষ্টা করুন সাংসদরাই। এরইমধ্য়ে সংসদের ভিতরে হলুদ রঙের স্প্রে করে দেন ২ যুবক।তাঁদেরকে ধরে ফেলেন সাংসদরাই। লোকসভার ভিতরেই দুই যুবককে লাথি, ঘুষি, চড়, বেধড়ক মারতে শুরু করেন জনপ্রতিনিধিরা।


কোন পথে তদন্ত?


সংসদ-হামলায় ধৃত ৬ জনকে গতকাল মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। হামলার মাস্টারমাইন্ড ললিত ঝা-র মুখোমুখি বসিয়ে জেরা করা হয় সাগর শর্মা, মনোরঞ্জন ডি, নীলম আজাদ, অমল শিণ্ডেদের। কীভাবে সংসদে হামলার ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছিল? কীভাবে নিরাপত্তা-বলয় এড়িয়ে ভিতরে ঢুকেছিলেন সাগর, মনোরঞ্জনরা? জানতে চান তদন্তকারীরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Chicken Price Hike: মুরগির মাংসের দাম বৃদ্ধি, উৎসবের মরশুমে নাজেহাল ক্রেতারা