বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : বারাণসীতে কি নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে প্রার্থী হবেন প্রিয়ঙ্কা গাঁধী ? এই জল্পনা শুরু হয়েছে, কারণ সূত্রের দাবি, মঙ্গলবারের বিরোধীদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বারাণসীতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে জোরদার প্রার্থী দিতে হবে। তখনই উঠে আসে, প্রিয়ঙ্কা গাঁধীর (Priyanka Gandhi) নাম। আর যে প্রস্তাবের পরই শুরু জোর জল্পনা।


২০২৪-এর লোকসভা ভোটে তাহলে বারাণসীতে (Varanasi) কি নরেন্দ্র মোদি বনাম প্রিয়ঙ্কা গাঁধীর লড়াই হতে চলেছে ? হাইভোল্টেজ লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে গঙ্গাপাড়ের মন্দির নগরী ? বাঙালির সেকেন্ড হোম বারাণসীতে হতে চলেছে 'ক্ল্যাশ অফ টাইটানস' ? আর জোর জল্পনার সূত্রপাত হয়েছে INDIA জোটের বৈঠকে একটি প্রস্তাব ঘিরে। সূত্রের দাবি, মঙ্গলবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, বারাণসীতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে জোরদার প্রার্থী দিতে হবে। তখনই উঠে আসে, প্রিয়ঙ্কা গাঁধীর নাম।


২০১৪ সালে লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদি জিতেছিলেন ৩ লক্ষ ৭১ হাজার ৭৮৪ ভোটে। সেই ভোটে বারাণসীতে মোদির বিরুদ্ধে প্রার্থী হয়ে হেরে যান অরবিন্দ কেজরিওয়াল। আর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে মোদির জয়ের ব্য়বধান বেড়ে হয় ৪ লক্ষ ৭৯ হাজার ৫০৫। ২০১৯-এর লোকসভা ভোটে আবার উত্তরপ্রদেশের আমেঠি থেকে হেরে যান রাহুল গাঁধীও। যদিও জিতেছিলেন কেরলের ওয়েনাড়ে। 


রাহুলের লোকসভায় হারের পর ২০২২-এ উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে, প্রিয়ঙ্কা গান্ধীকে সামনে রেখে প্রচারে নেমেছিল কংগ্রেস। ‘লড়কি হু, লড় সাকতি হু’র স্লোগান নিয়ে লড়াইয়ে নেমেছিলেন প্রিয়ঙ্কা। যদিও প্রিয়ঙ্কার র‍্যালি, সভা, রোড শোতে উপচে পড়া ভিড় দেখা গেলেও শেষ অবধি তা ভোটে পরিণত হয়নি। ২০২২’র বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্য়ে মাত্র ২টি পায় কংগ্রেস। এই প্রেক্ষাপটে বিরোধী জোটের বৈঠকে, বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হিসেবে হঠাৎ প্রিয়ঙ্কা গাঁধীর নাম উঠে এল কেন ? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।


এদিকে, বারাণসীতে থাকেন প্রায় ১ লক্ষ বাঙালি। ২০২২-এর বিধানসভা নির্বাচনের আগে, অখিলেশ যাদবের সঙ্গে বারাণসীতে প্রচারে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, ফল বেরনোর পর দেখা যায়, বারাণসী লোকসভার অন্তর্গত ৫ বিধানসভার সবকটিতেই এগিয়ে ছিল বিজেপি ও সহযোগীরা। বুধবার থেকে শুরু হয়েছে কংগ্রেসের 'UP জোড়ো যাত্রা'। নেতৃত্বে রয়েছেন ২০১৯-এ মোদির বিরুদ্ধে প্রার্থী হওয়া বর্তমানে কংগ্রেসের উত্তরপ্রদেশের সভাপতি অজয় রাই। তবে শেষ অবধি বারাণসীতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই দিয়েই কি ভোট-রাজনীতির ইনিংস শুরু করবেন প্রিয়ঙ্কা? সবার নজর আপাতত সেদিকেই।


আরও পড়ুন- তৃণমূলের হাত ধরায় আগ্রহী নয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, জোট-আপত্তি বুঝিয়ে হাইকমান্ডকে সিদ্ধান্ত নেওয়ার বার্তা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।