রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: গাড়ি চালানো শিখতে গিয়ে বালককে পিষে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনা ঘিরে রবিবার সকালে জলপাইগুড়ির (Jalpaiguri Accident) ময়নাগুড়িতে ধুন্ধুমার। ক্ষিপ্ত জনতা ঘাতক গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, ময়নাগুড়ির দেবীনগর পাড়ায় মাঠের মধ্যে গাড়ি চালানো শিখছিলেন এক যুবক। সেই সময় সাইকেলে চড়ে বাড়ির পাশে দোকানে যাচ্ছিল ওই বালক। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি মাঠের বাইরে চলে এসে বালককে পিষে দেয়। এরপরই উত্তেজিত জনতা গাড়ি জ্বালিয়ে দেয়। ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ময়নাগুড়ি থানার পুলিশ।
বার বার মৃত্যু...
এই রাজ্যে গাড়ির ধাক্কায় বা গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যুর ঘটনা আকছার শোনা যায়। গত কালই যেমন পথ দুর্ঘটনায় প্রাণ হারায় এক স্কুল ছাত্র। অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হয় নবম শ্রেণির এক ছাত্রের। মৃতের নাম সাগর মণ্ডল। ঘটনাটি ঘটে বাঁকুড়ায়। সূত্রের খবর, বাঁকুড়ার বেলিয়াতোড় থানার বড়কুড়া স্কুলের নবম শ্রেণীর ছাত্র সাগর মন্ডল, স্কুলের ছুটির পর সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা লাগে তার। গুরুতর জখম হয়ে যায় সে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে আনা হয়। পরে বাঁকুড়া মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসকরা সেই ছাত্রকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, স্কুল ছুটির পর বাঁকুড়া সোনামুখি রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিল সাগর। সেই সময় সোনামুখি থেকে বেলিয়াতোড়গামী একটি অ্যাম্বুলেন্স বেপরােয়া ভাবে এসে সাগরের সাইকেলে ধাক্কা মারে। এরপরই ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েছিল সেই নবম শ্রেণির ছাত্র।
এই ঘটনার ২ দিন আগেই পশ্চিম বর্ধমানে লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক যুবকের। মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন সেই যুবক। উল্টোদিক থেকে এসে ধাক্কা দেয় বালি বোঝাই লরির। তাতে বেঘোরে মৃত্যু হয় সেই যুবকের। আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল অন্ডালে। ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালান স্থানীয়রা। রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত শঙ্করপুরের খোলামুখ খনির কাছে এই দুর্ঘটনা ঘটে। গত বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। নিহত যুবককে শুভম রাম বলে শনাক্ত করা হিয়েছে। তিনি হরিপুরের ছাইগাদা পাড়ার বাসিন্দা। বালি ভর্তি লরি এসে তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Jalpaiguri Accident:গাড়ি চালানো শিখতে গিয়ে বালককে পিষে দেওয়ায় অভিযুক্ত যুবক, ধুন্ধুমার ময়নাগুড়িতে
ABP Ananda
Updated at:
10 Sep 2023 11:41 AM (IST)
Edited By: Payel Mazumder
Boy Death Due To Accident:গাড়ি চালানো শিখতে গিয়ে বালককে পিষে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনা ঘিরে রবিবার সকালে জলপাইগুড়ির ময়নাগুড়িতে ধুন্ধুমার।
গাড়ি চালানো শিখতে গিয়ে বালককে পিষে দেওয়ায় অভিযুক্ত যুবক, ধুন্ধুমার ময়নাগুড়িতে
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
10 Sep 2023 10:54 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -