নয়াদিল্লি: বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের নিয়ে জি-২০ সম্মেলন চলছে রাজধানী দিল্লিতে (G-20 Summit)। তার জন্য কড়া নিরাপত্তায় যেমন মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে, তেমনই রাজধানীর বস্তি এলাকা আড়াল করতে কাপড় দিয়ে ঢেকে ফেলা হয়েছে। শুধু তাই নয়, রাজধানীর রাস্তা থেকে কুকুর, বিড়াল, হনুমান ধরে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। সেই নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে বিঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। নিজের দেশের সত্যতা কেন আড়াল করার কোনও প্রয়োজন নেই বলে মন্তব্য করলেন তিনি। 


জি-২০ সম্মেলন চলাকালীনই শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে মুখ খোলেন রাহুল। তিনি লেখেন, 'ভারত সরকার আমাদের মানুষজন এবং পশুপাখিদের লুকিয়ে রাখছে। অতিথিদের সামনে ভারতের বাস্তবতা লুকনোর কোনও প্রয়োজন নেই'। একদিন আগেই দিল্লির রাস্তাঘাটে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। রাজঘাট এবং তার আশেপাশের এলাকা থেকে প্রশাসনের সাহায্য নিয়ে কুকুর, বিড়াল, হনুমান এক এক করে ধরে গাড়িতে তুলে সরিয়ে নিয়ে যাওয়া হয়।


রাস্তার দুই পাশের বস্তি এলাকা আগেই কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। খালিও করে দেওয়া হয় অনেক বস্তি এলাকা। পুলিশের তরফে তার পর সাপুড়েও ভাড়া করে আনা হয়, রাস্তাঘাটে কোথাও যাতে কোও সাপ নজরে পড়ে, তার জন্যই। এর পাশাপাশি যমুনা খাদর এলাকাতেও চালানো হয় কড়া নজরদারি। দিল্লি পৌরসভা যদিও রাস্তা থেকে পশুপাখি ধরে নিয়ে যাওয়াকে জি-২০ সম্মেলনের সঙ্গে ধরতে চায়নি। কিন্তু উপর থেকে চটজলদি সব সরাতে হবে বলে নির্দেশ আসে পৌরসভার কাছে, পৌরসভার কর্মী-আধিকারিকরাই তা জানিয়েছেন।



আরও পড়ুন: G20 Summit 2023: G20 Gala নৈশভোজে সবুজ সিল্ক শাড়িতে ভারতীয় ঐতিহ্যকে শ্রদ্ধা জাপানের 'ফার্স্ট লেডির'


জি-২০ সম্মেলন চলাকালীন এই মুহূর্তে এক সপ্তাহের জন্য ইউরোপ সফরে গিয়েছেন রাহুল। সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের নেতা, পড়ুয়া এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলোচনাসভায় অংশ নিচ্ছেন তিনি। সেখান থেকেই দিল্লির পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাহুল। নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। জি-২০ সম্মেলনের নৈশভোজে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে না ডাকা নিয়েও প্রশ্ন তুলছে তারা।