রাবাত: বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে তাঁর নাম অবশ্যই থাকবে। তবে নেপাল হোক বা আফগানিস্তান, কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে বারংবার দাঁড়িয়ে নিজের মনুষ্যত্বের প্রমাণ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ফের একবার মানবিকতার পরিচয় দিলেন রোনাল্ডো। ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোয় (Morocco Earthquake) শরণার্থীদের জন্য খুলে দিলেন নিজের হোটেলের দরজা।


রিখটার স্কেল অনুযায়ী ৬.৮ মাত্রার ভূমিকম্প এবং তাতেই লন্ডভন্ড গোটা দেশ। উত্তর আফ্রিকার মরক্কোয় এখন দিকে দিকে খালি কান্নার আওয়াজ, আর্তনাদ। ইতিমধ্যেই মৃতের সংখ্যা দুই হাজার পার করেছে, আহতের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি। প্রকৃতির ধ্বংসলীলায় কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে মরক্কোর রাস্তাঘাটে, খোলা আকাশের নীচেই রয়েছেন। সেখানেই রাত কেটেছে। ভূমিকম্পে সবকিছু ধূলিসাৎ হয়ে গিয়েছে তাঁদের। তিনদিন ধরে রাষ্ট্রশোক পালনের নির্দেশও দেওয়া হয়েছে।


এরই মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রোনাল্ডো। রিপোর্ট অনুযায়ী, মারাক্কে শহরের উপকন্ঠে রোনাল্ডোর হোটেল রয়েছে। সেখানেই সর্বহারাদের মাথা গোজার জন্য ঠাঁই দিচ্ছেন পর্তুগিজ মহাতারকা। বিলাসবহুল এই চার তারা হোটেলে সুইমিং পুল, রেস্তোরাঁ, জিমের মতো সব সুবিধাই রয়েছে। সেই পেস্তানা সিআর৭ মারাক্কে নামক হোটেলই এখন শরণার্থীদের আশ্রয়ের ঠিকানা।


তবে রোনাল্ডো একা নন, ফুটবল জগতের আরও তারকারাও এই দুর্দিনে মরক্কোর পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন। দেশের জাতীয় ফুটবল দলের সকলে নিজেদের রক্তদান করার সিদ্ধান্ত নিয়েছেন। মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'আমরা সকলে বর্তমানে ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা একে অপরকে সাহায্য করার, অপরের জীবন বাঁচানোর সময়। যারা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সকলের প্রতি আমার সমবেদনা রইল।'


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভাঙল পেলের রেকর্ড, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেমার, বলিভিয়াকে হারাল সেলেসাও