সুনীত হালদার, হাওড়া: পিকনিক (picnic) থেকে ফেরার পথে রাস্তায় বক্স (box) নামানোকে কেন্দ্র করে বচসা (argumentation), সেই বচসা থামাতে এসে ছুরি (knife) দিয়ে হামলার অভিযোগ (attack) যুবককে। উলুবেড়িয়া (uluberia) রাজাপুর থানার বানিবন অঞ্চলের বিন্দাবনপুর নরুল্যাপাড়ার ঘটনা। হামলায় গুরুতর জখম যুবক।


কী ঘটেছিল?
সূত্রের খবর, গত ১ জানুয়ারি পিকনিক ছিল। সেখান থেকে ফিরেই রাস্তায় বক্স নামানো নিয়ে স্থানীয় বাসিন্দা অসীম রায় ও সমীর পাঁজার বচসা হয় রোহিত পাঁজা নামে এক যুবকের সঙ্গে। প্রাথমিক ভাবে বচসা থেমে গেলেও অভিযোগ, রাত ১০টা নাগাদ ফের অসীম ও সমীর রোহিতের বাড়িতে চড়াও হন। সেই সময় বাড়ি থেকে বেড়িয়ে সেই বচসা থামাতে যান রোহিতের কাকা অমিত পাঁজা। তখনই তাঁর উপর ছুরি নিয়ে হামলা চালান অসীম ও সমীর, অভিযোগ এমনই। তাঁর পেটে আঘাত লাগে। এরপরই আশঙ্কাজনক অবস্থায় অমিতকে প্রথমে উলুবেড়িয়া  হাসপাতাল পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান উত্তেজিত গ্রামবাসী। ঘটনাস্থলে পৌঁছয় রাজাপুর থানার পুলিশ। মাসদুয়েক আগে এক আইসক্রিম বিক্রেতার উপর এমনই হামলা চলে ট্রেনে। কষ্টার্জিত উপার্জনও হারান তিনি। 


কী ঘটেছিল?
মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত যদুপুর এলাকার ওই ঘটনায় জখম আইসক্রিম বিক্রেতার নাম ছিল মিনাল হোসেন। বয়স ৩৫ বৃছর। চাঁচল থানার অন্তর্গত কলিগ্রামের যদুপুর এলাকাতেই বাড়ি তাঁর। বাড়ি থেকে অনতিদূরেই দুষ্কৃতীরা তাঁর উপর হামলা করে এবং সব ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ ছিল। আহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য দিনের মতোই সোমবারও ঠেলাগাড়িতে আইসক্রিম নিয়ে বেরিয়েছিলেন মিনাল। এদিক ওদিক ঘুরে বিক্রিবাটার পর রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় মল্লিকপাড়া এলাকায়, রাতের অন্ধকারে তাঁর উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। রাস্তায় আটকে দাঁড়ায়। এর পর ওই আইসক্রিম বিক্রেতাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ছিনিয়ে নেওয়া হয় সঙ্গে থাকা সব টাকা-পয়সা। বাধা দিতে গেলে যুবকের শরীরে এলোপাথাড়ি ছুরি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। তাতে বুকে, হাতে এবং প্রায় সারা শরীরই ক্ষতবিক্ষত হয়ে যায় মিনালের। ওই যুবকের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসেন। তাতে বিপদ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত অবস্থায় মিনালকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য় নিয়ে যাওয়া হয় চাঁচল হাসপাতালে।  কিন্তু সেখানে পরিস্থিতির অবনতি হয় তাঁর। তাতে  রাতেই ফের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


আরও পড়ুন:বাংলার মানুষের জন্য তৃণমূলের নতুন অ্যাপ দিদির দূত, ঘোষণা অভিষেকের, কী সুবিধে এতে