সনৎ ঝা, শিলিগুড়ি: রাতে কথা বলার জন্য যুবককে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি (Siliguri) শহর লাগোয়া দেবীডাঙা গ্রামে। নিহতের নাম অমৃত গোস্বামী। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ত্রিকোণ প্রেমের (Love Triangle) জেরেই তাঁকে খুন (Murder) করা হয়। অভিযোগের তির আর এক যুবক অরুণ লোহারের দিকে। প্রধাননগর থানায় আত্মসমর্পণ করেছে অরুণ।
কী ঘটেছিল?
এখনও পর্যন্ত যা খবর, তাতে জানা যাচ্ছে শিলিগুড়ি শহর লাগোয়া দেবীডাঙা গ্রামের বাসিন্দা অমৃতের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সম্ভবত এই নিয়েই অরুণের সঙ্গে ঝামেলা শুরু হয় তাঁর। অমৃতের পরিবার সূত্রে জানা যায়, এর আগেও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। গত কাল রাতে অমৃতকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে চম্পাসারি এবং দেবীডাঙার মধ্যে পথ অবরোধ করেন ক্ষুব্ধ স্থানীয়রা। শুধু তাই নয়। অভিযুক্তের বাড়িতে বেপরোয়া ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার পাল্টা অভিযোগও উঠেছে। পরে অরুণ লোহার আত্মসমর্পণ করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন অনেক। যেমন কোথা থেকে বন্দুক পেয়েছিল অরুণ? কবে থেকে খুনের ছক কষছিল? একা নাকি অন্য কেউ-ও ছিল তার সঙ্গে? সবটাই জানার চেষ্টা করছে পুলিশ।
বাঁকুড়ায় নৃশংস ঘটনা...
গত এপ্রিলেই ত্রিকোণ প্রেমের জেরে নৃশংস খুনের অভিযোগ ওঠে বাঁকুড়া শহরে। বাঁকুড়া সদর থানার আইসি-র আবাসনের অদূরেই ভয়াবহ ঘটনা ঘটে। গলার নলি কেটে বাইক আরোহী এক যুবককে খুনের ঘটনা ঘটে বাঁকুড়া শহরের অভিজাত এলাকায়। জানা যায়, নিহত যুবকের নাম শেখ আমন। পুলিশ সুত্রে জানা যায়, শেখ আমন বাইকে করে প্রতাপবাগানের রাস্তায় আসছিলেন। সেই সময় আততায়ী একটি অন্য বাইকে করে এসে শেখ আমনের উপর চড়াও হয়ে খুর দিয়ে তাঁর গলার নলি কেটে চম্পট দেয়। ঘটনার তদন্তে নেমে এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখে এই ঘটনায় চন্দ্রশেখর সিংহ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের প্রাথমিক অনুমান, ত্রিকোণ প্রেমের কারণেই এই খুনের ঘটনা। এবং খুর দিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ।
আরও পড়ুন:মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড