নয়াদিল্লি : যাঁদের পুনরায় NEET-UG দেওয়ার কথা ছিল, তাঁদের মধ্যে ৪৮ শতাংশই আজ হাজির হননি। এক বিবৃতিতে একথা জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যে ১৫৬৩ ছাত্রকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, তাঁদের আজ পুনরায় পরীক্ষায় বসার কথা ছিল সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে। এর মধ্যে ৮১৩ জন অর্থাৎ ৫২ শতাংশ রি-টেস্ট দেন। পরীক্ষা এড়িয়ে যান ৭৫০ জন। এদিন সন্ধেয় NTA-এ যে পরিসংখ্যান সামনে এনেছে তাতে এই তথ্য উঠে এসেছে। ছত্তীসগঢ়, গুজরাত, হরিয়ানা, মেঘালয় ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাতটি পরীক্ষাগ্রহণ কেন্দ্র খোলা হয়েছিল।


গত ৫ মে হয়েছিল দেশব্যাপী মেডিক্যাল এন্ট্রাসের প্রবেশিকা পরীক্ষা (Medical Entrance) NEET-UG। তাতে অনিয়মের অভিযোগ ওঠার পর, এনিয়ে FIR দায়ের করে CBI। সেদিনই পুনরায় পরীক্ষা নেওয়া হল। দেশজোড়া বিক্ষোভের মাঝেই এনিয়ে শিক্ষা মন্ত্রক অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে মামলা রুজু করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।


ইতিমধ্য়েই, NTA-র DG সুবোধ সিংহকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রদীপ সিংহ খারোলাকে। নিট দুর্নীতির তদন্ত ইতিমধ্য়েই CBI-এর হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে এদিন এনডিএ শাসিত বিহারে সিবিআইয়ের ওপর হামলার ঘটনা ঘটে। ইউজিসি নেটের প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় হামলা চলে। নকল সিবিআইয়ের গুজব রটিয়ে হামলা চালানো হয়। সিবিআইকে ঘিরে ধরে হামলা ২০০-৩০০ জনের।
বিহারের নাবাদায় সিবিআইয়ের ওপর হামলা চালানো হয়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দুর্নীতি ঢাকতে বার বার কেন এজেন্সির ওপর হামলা ?
সিবিআইয়ের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার ৪। স্থানীয় থানায় না জানিয়ে গোপনে তল্লাশি বলে দাবি বিহার পুলিশের।


এদিকে, এরই মধ্যে বিহার, ঝাড়খণ্ডের পর, প্রশ্নফাঁসের জাল এবার মহারাষ্ট্রেও ! শুধু তা-ই নয়, NEET-এ দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এবার গ্রেফতার করা হল ২ শিক্ষককে। মহারাষ্ট্রের লাতুর থেকে দুই শিক্ষককে গ্রেফতার করেছে নান্দেড় ATS। সূত্রের খবর,  দুই জনই জেলা পরিষদের স্কুলে কর্মরত। ATS সূত্রে খবর, ২ শিক্ষকই লাতুরে নিজস্ব কোচিং সেন্টারে পড়ুয়াদের JEE ও NEET-এর প্রশিক্ষণ দিতেন। NEET দুর্নীতিকাণ্ডে ইতিমধ্য়েই বিহার থেকে ১৩ জন ও ঝাড়খণ্ড থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI