নয়াদিল্লি: সেই ৩২ বছর আগে দশম শ্রেণি থেকে ড্রপ আউট হয়েছিলেন তিনি। তারপর বিয়ে হয়েছে। দুর্ভাগ্যবশত সে বিয়ে টেঁকেনি। এক সময় সিঙ্গল মাদার হিসাবে মানুষ করেছেন চার সন্তানকে। এখন তো তাঁর দুই নাতিও আছে। তাতে কী? পড়াশোনার আবার বয়স হয় নাকি! পঞ্চাশ বছর বয়সে পরীক্ষা দিয়ে পাশ করে ফেললেন দ্বাদশ শ্রেণি। এবার তাঁর আরও পড়াশোনা করার ইচ্ছে। ঠিক করেছেন খাসি ভাষা নিয়ে স্নাতক স্তরে পড়বেন কলেজে। মেঘালয়ের পঞ্চাশ বছর বয়সি মহিলা লাকিনটিউ সেইমলে-র এই ইচ্ছাশক্তি অনুপ্রেরণা জোগায় বই কী! যে স্কুল থেকে তিনি পরীক্ষা দিয়েছেন সেখানকার ছেলে-মেয়েরা তাঁকে ‘মেই’ বলে ডাকেন, খাসি ভাষায় যার অর্থ মা। লাকিন বলেন, শিক্ষার গুরুত্ব আমি খুব ভালো বুঝি। শিক্ষা ছাড়া আমাদের কোনও মূল্য নেই।
মেঘালয় বোর্ড অফ স্কুল এডুকেশন গত সোমবার তাদের দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করেছে।২৪ হাজার ২৬৭ জন পরীক্ষা দিয়েছিলেন। তাদেরই একজন ছিলেন লাকিন।তিনি বলেন, আমার ছেলে-মেয়েরা আমার পাশের খবরে একেবারে উচ্চ্বসিত। খবর শুনেই তারা চীৎকার করতে থাকে, লাফালাফি করতে থাকে, পরস্পরকে চুম্বন করতে থাকে। ওদের আনন্দ দিতে পেরে আমিও ভীষণ খুশি। এখনও পর্যন্ত এটাই আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।
Education Loan Information:
Calculate Education Loan EMI