কলকাতা : কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সে শূন্যপদ। শূন্যপদ পূরণে পরীক্ষা নেবে সংস্থা। এই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। পুরুষ ও মহিলা প্রার্থী, আবেদন করতে পারবেন দু'পক্ষই। সংশ্লিষ্ট রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আলাদা শূন্যপদ রয়েছে। পরীক্ষা হবে কনস্টেবল (টেকনিক্যাল ও ট্রেডসমেন) পদের জন্য। নিয়োগ পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক। এছাড়া শারীরিক সক্ষমতা সংক্রান্ত পরীক্ষাও (PST ও PET) এই নিয়োগ প্রক্রিয়ার অংশ। ট্রেড টেস্ট, নথি যাচাই, শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও এই নিয়োগপ্রক্রিয়ার মধ্যে পড়বে। 


উপরোক্ত নিয়োগের মোট শূন্যপদের সংখ্যা ৯,২১২। এর মধ্যে পুরুষদের জন্য নির্ধারিত শূন্যপদ ৯,১০৫ ও মহিলাদের জন্য শূন্যপদের সংখ্যা ১০৭। সফল প্রার্থীদের ড্রাইভার, মোটর মেকানিক, ছুতোর, কবলার, টেলর, ব্যান্ড, মালি, পেন্টার, সাফাই কর্মচারী ইত্যাদি পদে হবে নিয়োগ । প্রতি পদেই নিয়োগ হবে রাজ্যভিত্তিক শূন্যপদ অনুযায়ী (মূল বিজ্ঞপ্তি দ্রষ্টব্য)। পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য নির্ধারিত শূন্যপদ ৭০৭ (পুরুষ) এবং ৫ (মহিলা)।


এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। অনলাইন ছাড়া অন্য কোনও মাধ্যমে আবেদন করা যাবে না। 


আবেদন সংক্রান্ত খুঁটিনাটি 


অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৭ মার্চ, ২০২৩ থেকে।  


অনলাইনে আবেদন করার শেষ দিন ২৫ এপ্রিল।


অনলাইনে ফি জমা দেওয়ার শেষ দিন ২৫ এপ্রিল।


কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ২০ জুন, ২০২৩ থেকে। ২৫ জুন পর্যন্ত পাওয়া যাবে অ্যাডমিট কার্ড। 


কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ১ জুলাই, ২০২৩ থেকে ১৩ জুলাই ২০২৩। 


পরীক্ষা হবে ইংরেজি ও হিন্দিতে।


পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কোনও অবস্থাতেই পোস্টের মাধ্যমে পাঠানো হবে না। CRPF-এর ওয়েবসাইট crpf.gov.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন প্রার্থীরা। 


পরীক্ষা হবে ১০০ নম্বরের। সময় ২ ঘণ্টা। 


বয়:সীমা


ড্রাইভার পদের জন্য পরীক্ষায় যাঁরা বসতে চাইছেন, পয়লা অগাস্ট ২০২৩ -এ তাঁদের বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছর বয়সের মধ্যে।


আর MMV/কবলার/কার্পেন্টার/ টেলর ইত্যাদি (পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দ্রষ্টব্য) পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর। অর্থাৎ পয়লা অগাস্ট ২০২৩-এ প্রার্থীদের বয়স হতে হবে ২৩ বছরের মধ্যে। এছাড়া SC, ST, OBC সহ অন্যান্য কিছু ক্যাটেগরিতে বয়স সীমায় ছাড় রয়েছে। 


ফি
পরীক্ষার ফি ১০০টাকা। সাধারণ পুরুষ প্রার্থী, EWS এবং OBC প্রার্থী ছাড়া পরীক্ষার ফি কাউকে দিতে হবে না।


চাকরি হয়ে গেলে পে স্কেল হবে নিম্নরূপ


পে লেভেল ৩ (২১,৭০০ - ৬৯,১০০)



ডিসক্লেইমার: নিয়োগ পরীক্ষা সংক্রান্ত এই খবর চাকরির পরীক্ষার্থীদের সুবিধার জন্য। নিয়োগ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে দেখে তা অনুসরণ করতে পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে। 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI