AIIMS কল্যাণী ব্লাড সেন্টার টেকনিশিয়ানের ২ টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে এই পদগুলিতে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তির ভিত্তিতে করা হয়েছে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবরণ সংক্ষেপে শুধুমাত্র চাকরিপ্রার্থীর স্বার্থে  নীচে দেওয়া হল।

West Bengal Jobs: পোস্টের বিশদ বিবরণপোস্ট বিবরণ                                                বয়স সীমা                               শূন্যপদব্লাড সেন্টার টেকনিশিয়ান                              21 থেকে 30 বছর                        02

AIIMS Jobs: শিক্ষাগত যোগ্যতা:শিক্ষা- ব্লাড সেন্টার টেকনিশিয়ান পদে আবেদনের ক্ষেত্রে ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির শংসাপত্র থাকতে হবে।শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও জানতে প্রার্থীদের অফিশিয়াল বিজ্ঞাপন দেখতে হবে।

Jobs: বেতন কাঠামোএই পদে আবেদন করে চাকরিপ্রার্থীরা মাসে ২৬,১০০ টাকা বেতন পাবেন।

AIIMS কল্যাণী নিয়োগের আবেদন ফি:সাধারণ/ওবিসি/ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের টাকা দিতে হবে ৫০০ টাকা। SC/ST ক্যাটাগরির প্রার্থীদের টাকা দিতে হবে ২৫০ টাকা।OPH ক্যাটাগরির প্রার্থীদের ফি দিতে হবে না। আবেদন ফি সম্পর্কে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের এইমস কল্যাণীর বিজ্ঞপ্তিতে দেওয়া সমস্ত বিবরণ পড়ে নিতে হবে। 

West Bengal Jobs: নির্বাচন প্রক্রিয়াপ্রার্থী বাছাই হবে সাক্ষাৎকারের মাধ্যমে। সব ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি পূরণকারী আবেদনকারীরা সাক্ষাৎকারের দিন তাদের আবেদনপত্রের সঙ্গে বয়স, শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় মানদণ্ড পূরণের শংসাপত্র নিয়ে আসবেন। সেই ক্ষেত্রে সেলফ অ্যাটাস্টেড কপি আনতে পারেন চাকরিপ্রার্থীরা। /গবেষণা অভিজ্ঞতা, ইত্যাদি

Jobs: গুরুত্বপূর্ণ তারিখগুলিঅনলাইনে আবেদন করার শেষ তারিখ: 27-07-2023আবেদন গ্রহণের শেষ তারিখ - 03-08-2023

West Bengal Jobs: ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (WBMSC) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Civil) ও বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারের ২টি পদের জন্য অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (WBMSC) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। 

আরও পড়ুন : Jobs: রাজ্যে মেডিক্যাল সার্ভিস কমিশনে হচ্ছে নিয়োগ, এই পদগুলিতে চাকরির সুযোগ

 


Education Loan Information:

Calculate Education Loan EMI