West Bengal Jobs: ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (WBMSC) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Civil) ও বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারের ২টি পদের জন্য অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (WBMSC) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যগত উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবরণ সংক্ষেপে নীচে দেওয়া হল।


পোস্টের বিশদ বিবরণ:
পদের নাম                                                       শূন্যপদ                                          যোগ্যতা
যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Civil)       01            B.E/ B.Tech/ সিভিল ইঞ্জিনিয়ারিং-এ সমমানের যোগ্যতা + অটোক্যাডে জ্ঞান
বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ার                            01                             B.E/ B.Tech/ বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ারিং/ বায়োমেডিকেলে M.Sc


ওয়েস্ট বেঙ্গল মেডিক্যল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিএমএসসি) নিয়োগ 
পদের নাম                                                                  বেতন                                     বয়স সীমা
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Civil)            35000              40 বছরের বেশি নয়
বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ার                                        35000                                   40 বছরের বেশি নয়


Jobs: WBMSC ইঞ্জিনিয়ার নিয়োগ 2023-এর নির্বাচন প্রক্রিয়া
এই পদে নির্বাচন হবে সাক্ষাৎকারের মাধ্যমে।সাক্ষাত্কারের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (WBMSC) এর অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। প্রার্থীদের নির্বাচনের নিয়ম, যোগ্যতার নিয়ম এবং অন্যান্য বিশদ বিবরণের জন্য অফিসিয়াল ওয়েবসাইট বা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।


WBMSC ইঞ্জিনিয়ার নিয়োগ 2023: আবেদন প্রক্রিয়া
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (WBMSC)-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন - https://www.wbmsc.gov.in।


অনলাইনে আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পরে, সিস্টেম-জেনারেটেড রেজিস্ট্রেশন/অ্যাকনলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন। ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট আউট করতে হবে। এই পর্যায়ে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (WBMSC) কে কোনো প্রিন্ট-আউট/হার্ড কপি বা নথি পাঠাবেন না। সব যাচাইকরণ যথাসময়ে সম্পন্ন করা হবে।কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তার বিস্তারিত নির্দেশাবলীর জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন। 


গুরুত্বপূর্ণ তারিখগুলো:
অনলাইন আবেদনের শুরুর তারিখ: 13-07-2023


অনলাইন আবেদনের শেষ তারিখ: 27-07-2023


আরও পড়ুন : Jobs In Kolkata: কলকাতায় এই প্রতিষ্ঠানে সায়েন্টিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি, ১৭টি পদে হচ্ছে নিয়োগ


Education Loan Information:

Calculate Education Loan EMI