Kolkata Jobs: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)সহকারী অধ্যাপকের পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে কর্তৃপক্ষ। শূন্যপদগুলি স্থাপত্য বিভাগের অধীনে নিয়োগে করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা প্রশংসাপত্র সহ নির্ধারিত আবেদনপত্রে অ্যাপ্লিকেশন পাঠান। এই ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ সংক্ষেপে শুধুমাত্র চাকরিপ্রার্থীর স্বার্থে নীচে দেওয়া হল।
Jadavpur University: যাদবপুর ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট পোস্টের বিশদ বিবরণ
পদের নাম শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা
সহকারী অধ্যাপক (আর্কিটেক্ট) ২ আরবান ডিজাইনে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি, একটি বৈধ কাউন্সিল অফ আর্কিটেকচার রেজিস্ট্রেশন নম্বর + অন্যান্য UGC নির্দেশিকা থাকতে হবে
Recruitment: বয়স সীমা
রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সসীমা নির্ধারিত হবে। সেই ক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।
West Bengal Jobs: বেতন কাঠামো
সাক্ষাত্কারের তারিখে প্রাসঙ্গিক G.O. অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
Vacancy: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিয়োগ বাছাই প্রক্রিয়া
প্রার্থী বাছাই হবে সাক্ষাৎকারের মাধ্যমে।পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। প্রার্থীদের নির্বাচন ও যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিয়োগের আবেদন প্রক্রিয়া:
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, জাত, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র (যদি প্রযোজ্য হয়) ও অন্য কোনও প্রাসঙ্গিক নথির সমর্থনে প্রশংসাপত্রের সেলফ অ্য়াটাস্টেড কপি সহ নির্ধারিত আবেদন ফরম্যাটে অ্যাপ্লাই করতে পারেন।
Jobs In Kolkata: আবদনের শেষ তারিখ ও ঠিকানা
এনক্লোজার সহ যথাযথভাবে পূরণ করা আবেদনপত্রটি নিম্নলিখিত ঠিকানায় পৌঁছাতে হবে — ‘রেজিস্ট্রার, যাদবপুর বিশ্ববিদ্যালয়, অরবিন্দ ভবন, 188, রাজা এস.সি. মল্লিক রোড, যাদবপুর, কলকাতা – 700 032 নিবন্ধিত পোস্ট / স্পিড পোস্টের মাধ্যমে বা ব্যক্তিগতভাবে এই আবেদনপত্র পাঠানো যাবে। বেলা 11টা থেকে বিকেল 4টের মধ্যে পাঠাতে হবে আবেদনপত্র।
আগামী ১১ অগাস্টের মধ্য়ে এই আবেদনপত্র পাঠানো যাবে। ওপরের তথ্য সংক্ষেপে দেওয়া হয়েছে। শূন্যপদগুলির জন্য আবেদন করার আগে অনুগ্রহ করে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখে নিন।
আরও পড়ুন Jobs: কলকাতায় লেদার রিসার্চে অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি, কীভাবে করবেন আবেদন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI