West Bengal ICDS Jobs: মুর্শিদাবাদে আইসিডিএস প্রজেক্টে বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসের আওতায় জেলার বিভিন্ন জায়গায় অঙ্গনওয়াড়ি কর্মী পদে হবে নিয়োগ। এ ছাড়াও রয়েছে আরও চাকরির সুযোগ।
Anganwadi Worker Jobs: কী যোগ্যতা থাকলে চাকরি
এই পদে চাকরিপ্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। মনে রাখবেন, অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে কাজের জায়গার স্থায়ী বাসিন্দা হতে হবে।
West Bengal ICDS Jobs: আবেদনকারীর বয়সসীমা
অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। এই বেশি বয়স হলে আবেদন করতে পারবেন না প্রার্থী।
Anganwadi Worker Helper: অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ক
এই পদে চাকরিপ্রার্থীদের অষ্টম শ্রেণি উত্তীর্ণ অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। এ ছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ক পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
West Bengal ICDS Jobs: আবেদনকারীর বয়সসীমা
অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। মুর্শিদাবাদের বিভিন্ন আইসিডিএস কেন্দেরে এই নিয়োগ করবে কর্তৃপক্ষ। কেবল মহিলা প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য মুর্শিদাবাদের
অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে https://murshidabad.gov.in/
Jobs In Railway: ভারতীয় রেলে চাকরি করতে চাইলে রয়েছে দারুণ সুযোগ। সম্প্রতি শিক্ষানবীশ প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ। এই নিয়োগ অভিযানের আওতায় ২৪২২টি পদ পূরণ করা হবে। মনে রাখবেন, এই পদগুলির জন্য কেবল অনলাইনে আবেদন করা যাবে। এর জন্য প্রার্থীদের সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। rrccr.com-এ গিয়ে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
Indian Railway Jobs: আবেদন করার শেষ তারিখ
আগ্রহী চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনের জন্য ১৫ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সময় পাবেন। এই নির্দিষ্ট তারিখে বিকেল ৫টা পর্যন্ত আপবনি আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ২৪ বছরের মধ্য়ে হতে হবে। আবেদনের ফি-র দিকে তাকালে, সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে। যদিও SC, ST, PWD, মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
Indian Railway Jobs: রেল দিচ্ছে দারুণ সুযোগ, দশম উত্তীর্ণরা করতে পারবেন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI