নয়াদিল্লি: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের গতকাল ছিল জন্মদিন। ভারতের একাদশ রাষ্ট্রপতি হিসাবে তিনি বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ক্ষেপণাস্ত্র উদ্ভাবনে তাঁর অতুলনীয় অবদানের জন্য তাঁকে ‘মিসাইল-ম্যান’ বলাই হয়। ১৯৯৮ সালে পোখরানে পরমাণু বিস্ফোরণ পরীক্ষা তাঁকে ছাড়া সম্ভবই ছিল না। শিক্ষক হিসেবেও তিনি অতুলনীয় ছিলেন। বহু খ্যাতনামা বিজ্ঞানী একদা তাঁরই কাছে পড়াশোনা করেছেন। পড়ানোর ব্যাপারে, জ্ঞানচর্চা নিয়ে তাঁর আবেগ এতটাই গভীর, প্রবল ছিল যে পাঁচ বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পরও তিনি আবার পড়ানোর কাজেই ফিরে যান। পাশাপাশি চলে লোকসেবা এবং লেখালিখির কাজ। বহু বড় বড় সম্মান তিনি লাভ করেছেন, যার মধ্যে অন্যতম ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন, যা তিনি পান ১৯৯৭ সালে।
কালামের লেখা বইগুলির মধ্যে জীবনে উৎসাহ পাওয়ার, সফল হওয়ার মন্ত্র খুঁজে পেয়েছেন বহু মানুষ। সেগুলির অন্যতম হল, ‘উইংগস অফ ফায়ার-অ্যান অটোবায়োগ্রাফি’, ‘ ইগনাইটেড মাইন্ড-আনলিসিং দ্য পাওয়ার উইদিন ইন্ডিয়া’, ‘দ্য লুমিনাস স্পার্কস-আ বায়োগ্রাফি ইন ভার্স অ্যান্ড কালার্স’ ‘মিশন অফ ইন্ডিয়া-আ ভিশন অফ ইউথ’, ‘ইনডমিটেবল স্পিরিট’, ‘স্পিরিট অফ ইন্ডিয়া’, ‘মাই জার্নি-ট্রান্সফরমিং ড্রিমস ইনটু অ্যাকশন’, ‘গভর্নেন্স অফ গ্রোফ ইন ইন্ডিয়া’, ‘ম্যানিফেস্টো অফ চেঞ্জ’, ‘ফর্জ ইয়োর ফিউচার-ক্যানডিড, ফোর্থরাইট, ইনস্পায়ারিং’।
Education Loan Information:
Calculate Education Loan EMI