Army Jobs 2022: ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চাইলে এটাই হতে পারে সেরা সময়। উপযুক্ত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ভারতীয় সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মি ইউনিটে অফিসার পদে হবে এই নিয়োগ।


Army Recruitment 2022: কতদিন পর্যন্ত চলবে আবেদনের প্রক্রিয়া ?
এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া এখনও শুরু হয়নি। ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এই পদগুলিতে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এরপরে আবেদন করে কোনও লাভ হবে না। 


Army Recruitment 2022: কতগুলি পদে হবে নিয়োগ ?
এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় মোট ১৩টি পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে। যার মধ্যে ১২ জন পুরুষ ও ১ জন মহিলা প্রার্থীর আসন রয়েছে। এই বিষয়ে বিশদে জানতে সরকারি বিজ্ঞপ্তিটি দেখে নিন।


Army Jobs 2022: নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষার ভিত্তিতে এইসব পদে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষা ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষায় সফল প্রার্থীদের পরে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।


Army Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা


নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি বলছে, এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।


Army Jobs 2022: আবেদনকারীর বয়সসীমা


এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও প্রার্থীকে শারীরিক ও মেডিক্যালি ফিট হতে হবে।


Army Recruitment 2022: আবেদনের ফি


এই পদগুলির জন্য আবেদন করতে প্রার্থীদের ২০০ টাকা আবেদনের ফি দিতে হবে।


Army Jobs 2022: আবেদন প্রক্রিয়া 


অফিশিয়াল ওয়েবসাইট jointerritorialarmy.gov.in-এ গিয়ে পদগুলির জন্য আবেদন করা যেতে পারে। আবেদন করার আগে প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের সম্পূর্ণ বিবরণ পরীক্ষা করে নিতে হবে। এরপরই তা জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের।


আরও পড়ুন : Agniveer Recruitment 2022: বিতর্ক অতীত ! অগ্নিবীর হতে ভারতীয় বায়ুসেনায় ৫৭,০০০ আবেদন, দরখাস্তের শেষ তারিখ জানেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI