Agneepath Scheme Recruitment 2022: বিতর্ক এখন অতীত কথা। প্রতিবাদ , হিংসার পথ ছেড়ে দেশে অগ্নিপথ প্রকল্পে পড়ল প্রচুর আবেদন। ভারতীয় বায়ুসেনার হিসেব বলছে, এখনও পর্যন্ত ইন্ডিয়ান এয়ার ফোর্সে (Indian Air Force) অগ্নিবীর (Agniveer) হতে আবেদন করছেন প্রায় ৫৭,০০০ প্রার্থী। হাতে আরও আবেদনের সময় রয়েছে। সেই ক্ষেত্রে আরও 
অনেকটাই বৃদ্ধি পাবে চাকরিপ্রার্থীদের সংখ্যা। জেনে নিন কবে আবেদনের শেষ তারিখ। 


Agniveer Recruitment 2022: এখনও পর্যন্ত মোট কতগুলি আবেদন ?
গত ২৪ জুন ভারতীয় বায়ুসেনায় আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছিল। আইএএফের অফিশিয়াল বিবৃতি অনুসারে, ইতিমধ্যেই অগ্নিপথ নিয়োগ প্রকল্পে  মোট ৫৬,৯৬০টি আবেদন জমা পড়েছে। ট্যুইট করে এই সংখ্যা নিশ্চিত করেছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল।


Agneepath Scheme Recruitment 2022: কবে আবেদনের শেষ তারিখ ?
ভারতীয় বায়ুসেনার বিজ্ঞপ্তি বলছে, নিয়োগের ক্যালেন্ডার অনুসারে অগ্নিবীর নিয়োগ পরীক্ষা জুলাইতে হবে। অগ্নিবীর যোজনার আওতায় আইএএফ নিয়োগ 2022 এর জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা ৫ জুলাই, বিকেল ৫টা পর্যন্ত এই নিয়োগ প্রকল্পে আবেদন করতে পারবেন। ভারতীয় বায়ুসেনার এই পদে আবেদনের জন্য কেবল অনলাইনে আবেদন করা যাবে।



Agniveer Recruitment 2022: কারা আবেদন করতে পারবেন ?
অগ্নিপথ নিয়োগের ক্ষেত্রে ভারত ও নেপালের অবিবাহিত পুরুষরা আবেদন করতে পারবেন। ১৭.৫ বছর থেকে ২১ বছর বয়সী প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য। ২০২২ সালের অগ্নিবীর ব্যাচের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে।


বয়সসীমায় বিশেষ ছাড়: শুধুমাত্র এই বছরের নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে। আগামী বছর থেকে এই ধরনের কোনও সুযোগ পাবেন না আবেদনকারীরা।


আরও পড়ুন : Indian Navy Jobs: ভারতীয় নৌবাহিনীতে প্রচুর পদে নিয়োগ, দশম শ্রেণি পাশ হলেই আবেদনের যোগ্য


Education Loan Information:

Calculate Education Loan EMI