PGT TGT Recruitment: যে সমস্ত প্রার্থী সরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্য এটি বড় সুযোগ। আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন পদে হতে চলেছে বড় নিয়োগ। পোস্ট গ্রাজুয়েট শিক্ষক, ট্রেইনড গ্র্যাজুয়েট শিক্ষক, লাইব্রেরিয়ান, প্রাইমারি শিক্ষক, ল্যাব সহায়ক, শরীরচর্চার প্রশিক্ষক, ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদের জন্য করা হবে নিয়োগ। ইতিমধ্যেই এই সমস্ত পদের (Army Public School Jobs) জন্য বিগত ৯ সেপ্টেম্বর সোমবার থেকে আবেদনের প্রক্রিয়া (Teacher Recruitment) শুরু হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রার্থী এই আর্মি পাবলিক স্কুলের পদগুলির জন্য অপেক্ষায় ছিলেন। এবার তাদের কাছে সুযোগ এসেছে।


গুরুত্বপূর্ণ তারিখ নোট করে নিন


গতকাল ৯ সেপ্টেম্বর থেকেই এই সমস্ত পদের জন্য আর্মি পাবলিক স্কুলের নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৫ অক্টোবরের মধ্যে এই সমস্ত পদের জন্য করতে হবে আবেদন। এই আর্মি পাবলিক স্কুলে নিয়োগে আগ্রহী প্রার্থীদের একটি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। দেশের সমস্ত প্রার্থীকেই দিতে হবে এই সিবিটি মোডের পরীক্ষা।


এই দিনে আসবে অ্যাডমিট কার্ড


আগামী ২৩ ও ২৪ নভেম্বর তারিখে আর্মি পাবলিক স্কুলের এই সমস্ত পদের জন্য নিয়োগের পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার কিছুদিন আগে প্রার্থীরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। ধারণা করা হচ্ছে ১২ নভেম্বর তারিখে এই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হতে পারে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই প্রার্থীরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। এই পরীক্ষা সংক্রান্ত আরও তথ্য জানতে হবে আরও আপডেট পেতে হলে উৎসাহী প্রার্থীদের যেতে হবে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির ওয়েবসাইটে যেতে হবে।


কীভাবে করবেন আবেদন


আর্মি পাবলিক স্কুলের এই নিয়োগের জন্য উৎসাহী প্রার্থীদের আর্মি এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির ওয়েবসাইট awesindia.com থেকে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট থেকে শুধু আবেদনই নয়, আরও অনেক তথ্য বিস্তারিতভাবে পাওয়া যাবে।


কী যোগ্যতা লাগবে


আর্মি পাবলিক স্কুলে এই নিয়োগের জন্য প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। যে সমস্ত প্রার্থী কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হয়েছেন, তিনি টিজিটি পদের জন্য আবেদন করতে হবে। এর সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। তবে পিজিটি হোক বা টিজিটি দুটি ক্ষেত্রেই প্রার্থীকে বিএড ডিগ্রি উত্তীর্ণ হয়ে থাকতে হবে।


পিজিটি পদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। ডিএলএড, বিএড এই ধরনের ২ বছরের কোর্স করা থাকতে হবে। আরও যে সমস্ত যোগ্যতা দরকার তা সম্পর্কে বিস্তারিত জানা যাবে সংস্থার ওয়েবসাইটে। এই ক্ষেত্রে প্রার্থীদের বয়সের উল্লেখও দেওয়া হয়েছে।


আরও পড়ুন: RRB NTPC 2024: ভারতীয় রেলে চাকরির সুযোগ, কোন পদে হতে চলেছে নিয়োগ?


Education Loan Information:

Calculate Education Loan EMI