RRB NTPC 2024: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board) অর্থাৎ আরআরবি (RRB) ঘোষণা করেছে নতুন নিয়োগের কথা। নন টেকনিকাল পপুলার ক্যাটেগরিতে (NTPC) নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ১১,৫৫৮ এবং স্নাতক না হওয়া (Under Graduate) ও স্নাতক পাশ করা (Graduate), উভয়ের জন্যই থাকবে পদ। আরআরবি- র অফিশিয়াল ওয়েবসাইটে যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা RRB NTPC 2024 - এর নিয়োগের জন্য আবেদন জানাতে পারবে অনলাইনে। rrbapply.gov.in - এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানানো যাবে। এই ওয়েবসাইটে বিস্তারিত বিবরণ দিয়ে নোটিফিকেশন প্রকাশিৎ হবে। আপাতত যে নোটিস প্রকাশ্যে এসেছে সেই নোটিফিকেশনে দেখা গিয়েছে RRB NTPC 2024- এর নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হবে ১৪ সেপ্টেম্বর। আর তা চালু থাকবে ১৩ অক্টোবর পর্যন্ত। এটা হল স্নাতক পর্যায়ের নিয়োগ। অন্যদিকে স্নাতক হয়নি, এমন আবেদনকারীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ২১ সেপ্টেম্বর এবং তা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। 


কোথায় কত শুন্যপদ রয়েছে সবিস্তারে জেনে নিন 


মোট ১১,৫৫৮টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ৮১১৩টি শূন্যপদ গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক উত্তীর্ণদের জন্য। আর ৩৪৪৫টি শূন্যপদ রয়েছে আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য। 


গ্র্যাজুয়েট লেভেলের পদ 


চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজর- ১৭৩৬ 


স্টেশন মাস্টার- ৯৯৪ 


মালগাড়ির ম্যানেজার- ৩১৪৪ 


জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিসট্যান্ট কাম টাইপিস্ট- ১৫০৭ 


সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট- ৭৩২ 


আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পদ 


কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক- ২০২২


অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট- ৩৬১ 


জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট- ৯৯০ 


ট্রেনের ক্লার্ক- ৭২  


অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে এবং আবেদনকারীদের যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন, জেনে নিন 


আগামী দিনে যে বিস্তারিত বিজ্ঞপ্তি আরআরবি কর্তৃপক্ষ প্রকাশ করবে সেখানে প্রতিটি পদ অনুসারে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমাবদ্ধতা সম্পর্কে তথ্য দেওয়া হবে। অন্যদিকে জানা গিয়েছে, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মচারী, মহিলা, বিশেষভাবে সক্ষম, রূপান্তরকামী, সংক্যালঘু এবং অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণির আবেদনকারীদের জন্য ২৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে বাকিদের অ্যাপ্লিকেশন ফি ৫০০ টাকা ধার্য হয়েছে। যাঁরা কম্পিউটার ভিত্তিক টেস্ট দিতে যাবেন সেই আবেদনকারীদের টাকা রিফান্ড করা হবে। অ্যাপ্লিকেশন ফি থেকে ব্যাঙ্ক চার্জ কেটে নেওয়ার পর একটা অংশ ফিরিয়ে দেওয়া হবে আবেদনকারীদের। 


আরও পড়ুন- IRCTC সংস্থায় জেনারেল ম্যানেজারের পদে চাকরি, ৪০ হাজার পর্যন্ত মিলবে বেতন 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI