IBPS RRB PO and SO : আইবিপিএস নতুন নোটিফিকেশন প্রকাশ করেছে। রিজিওনাল রুরাল ব্যাঙ্কে নিয়োগ হতে চলেছে। তার জন্য কমন রিক্রুটমেন্ট প্রসেস- এর সাহায্য নেওয়া হবে। আগ্রহী এবং যোগ্যরা ibps.in এই ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আবেদন জানাতে পারবেন। রিজিওনাল রুরাল ব্যাঙ্কের ক্ষেত্রে কমন রিক্রুটমেন্ট প্রসেসর মাধ্যমে গ্রুপ- এ এবং গ্রুপ বি, দুই ভাগেই নিয়োগ করা হবে। গ্রুপ- এ এর ক্ষেত্রে অফিসার নিয়োগ হবে স্কেল ওয়ান, টু, থ্রি তিনভাগে, অর্থাৎ আইবিপিএস আরআরবি পিও। অন্যদিকে, গ্রুপ বি- এর ক্ষেত্রে অফিস অ্যাসিসট্যান্ট মাল্টিপারপাস যাকে আইবিপিএস আরআরবি ক্লার্ক বলা হবে, সেখানে নিয়োগ হবে। অর্থাৎ ২০২৫ সালের জন্য আরআরবি পিও এবং আরআরবি ক্লার্ক - এই দুই বিভাগে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। গ্রামীণ ব্যাঙ্কে চাকরির সুযোগ দিচ্ছে ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন। এই চাকরির জন্য ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।
আইবিপিএস (IBPS) আরআরবি পিও (IBPS RRB PO) এবং আইবিপিএস আরআরবি ক্লার্কের (IBPS RRB SO) প্রিলিমিনারি বা প্রিলিমস পরীক্ষা (Prilims Examination) হতে পারে এবছর নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে। এই পরীক্ষার রেজাল্ট বেরোতে পারে এবছর ডিসেম্বর কিংবা আগামী বছর জানুয়ারিতে। এই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাওয়া যাবে এবছর নভেম্বর কিংবা ডিসম্বর মাসে। প্রিলিমসে উত্তীর্ণ হলে তবে মেন পরীক্ষার কল লেটার পাওয়া যাবে। আর তা পাওয়া যাবে ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে। মেন পরীক্ষা হতে পারে এবছর ডিসেম্বর কিংবা পরের বছর ফেব্রুয়ারি মাসে। মেন পরীক্ষার ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার নিরিখে তৈরি করা হবে মেধাতালিকা। তারপর বাকি পর্যায়গুলি সম্পন্ন হবে এবং প্রবিশনারি পোস্টীং হবেন।
অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য হয়েছে দেখে নিন (জিএসটি সমেত)
- আইবিপিএস আরআরবি পিও- র ক্ষেত্রে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের দিতে হবে ১৭৫ টাকা। বাকিদের জন্য এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ৮৫০ টাকা ধার্য করা হয়েছে।
- আইবিপিএস আরআরবি ক্লার্ক (এসও)- র ক্ষেত্রে ৎফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে ১৭৫ টাকা। বাকিদের দিতে হবে ৮৫০ টাকা।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI