Job News: ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda) চাকরির সুযোগ। সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এবং অন্যান্য বেশ কিছু পদে নিয়োগ করা হবে আবেদনকারীদের। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। bankofbaroda.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কেবলমাত্র আবেদন জানানো যাবে। মোট ১৪৬টি শূন্যপদ রয়েছে। ২৬ মার্চ শুরু হয়েছে আবেদনপ্রক্রিয়া। আর তা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। 


এবার দেখে নেওয়া যাক কোন পদের জন্য কত শূন্যপদ রয়েছে 



  • ডেপুটি ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইসর - ১টি শূন্যপদ 

  • প্রাইভেট ব্যাঙ্কার - রেডিয়ান্স প্রাইভেট - ৩টি শূন্যপদ 

  • গ্রুপ হেড - ৪টি শূন্যপদ 

  • টেরটরি হেড - ১৭টি শূন্যপদ 

  • সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার - ১০১টি শূন্যপদ 

  • ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট (ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনস্যুরেন্স) - ১৮টি শূন্যপদ 

  • প্রোডাক্ট হেড - প্রাইভেট ব্যাঙ্কিং - ১টি শূন্যপদ 

  • পোর্টফোলিও রিসার্চ অ্যানালিস্ট - ১টি শূন্যপদ 


আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে, জেনে নিন 


ব্যক্তিগত ইন্টারভিউ রাউন্ড অথবা অন্য কোনও নির্বাচন পদ্ধতির মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের নাম বাছাই করে নেওয়া হবে। ব্যাঙ্ক অফ বরোদা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে পার্সোনাল ইন্টারভিউ রাউন্ড কিংবা অন্য যে নির্বাচন পদ্ধতি নেওয়া হবে, তার কাট অফ মার্কস কত হবে। 


অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে দেখে নিন 


জেনারেল, ইকোনমিকালি উইকার সেকশন এবং ওবিসি আবেদনকারীদের ৬০০ টাকা অ্যাপ্লিকেশন ফি- এর সঙ্গে ট্যাক্স এবং পেমেন্ট গেটওয়ে চার্জ দিতে হবে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি- এর সঙ্গে ট্যাক্স, পেমেন্ট গেটওয়ে চার্জ দিতে হবে। অনলাইন মাধ্যমেই কেবলমাত্র টাকা জমা দেওয়া যাবে। 


পেমেন্ট করা যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই - এইসবের মাধ্যমে। আর এই অ্যাপ্লিকেশন ফি নন-রিফান্ডেবল অর্থাৎ ফেরতযোগ্য নয়। অনলাইন পরীক্ষা না হলে কিংবা আবেদনকারীর নাম ইন্টারভিউ রাউন্ডের জন্য বাছাই করা না হলে কিন্তু অ্যাপ্লিকেশন ফি ফেরত দেওয়া হবে না। অর্থাৎ একবার অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া হয়ে গেলে, তা আর ফেরত পাওয়া যাবে না কোনওভাবেই। 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI