Bank Jobs: ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda) ম্যানেজার পদে নিয়োগ হতে চলেছে। আগামী ১৯ অগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ৪৫৫। ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানানো যাবে। bankofbaroda.in - এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল। আবেদন জমা দেওয়ার শেষ তারিখও প্রায় এসে গিয়েছে। যাঁরা ব্যাঙ্কে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা অবশ্যই আবেদন করে দিন। আর কিন্তু বেশি সময় নেই হাতে।
ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার পদে নিযুক্ত হওয়ার জন্য কীভাবে আবেদন করবেন? শেষ মুহূর্তে দেখে নিন সহজ পদ্ধতি
- প্রথমে আবেদনকারীকে ঢুকতে হবে ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইট bankofbaroda.in - এখানে।
- হোমপেজে থাকা কেরিয়ার্স লিঙ্কে এরপর ক্লিক করতে হবে। তাহলে আপনার সামনে স্ক্রিনে খুলে যাবে নতুন পেজ।
- কম্পিউটার স্ক্রিনের ওই পেজে আপনি পাবেন অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক। নোটিফিকেশনে থাকবে এই লিঙ্ক। সেখানে ক্লিক করতে হবে।
- এবার আরও একটি নতুন পেজ আপনার কম্পিউটার স্ক্রিনে খুলে যাবে।
- এরপর আবেদনকারীকে নিজেকে রেজিস্টার করতে হবে এবং অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে।
- এবার অ্যাপ্লিকেশন ফর্ম ভালভাবে দেখে-শুনে, বুঝে নিয়ে পূরণ করতে হবে।
- পরবর্তী ধাপে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। এই ফি অনলাইনে জমা দিতে হবে আবেদনকারীকে।
- এবার সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তারপর কনফার্মেশন পেজ ডাউনলোড করে নিতে হবে আপনাকে।
কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, দেখে নিন আবেদন করার আগে
জেনারেল, ইকোনমিকালি উইকার সেকশন এবং ওবিসিদের জন্য অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে ৮৫০ টাকা। এর সঙ্গে দিতে হবে পেমেন্ট গেটওয়ে চার্জ। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং মহিলা আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে ১৭৫ টাকা। আর তার সঙ্গে পেমেন্ট গেটওয়ে চার্জ দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফি রিফান্ডেবল নয় অর্থাৎ ফেরতযোগ্য নয়, একবার দিয়ে দিলে আর ফেরত পাওয়া যাবে না। অনলাইন পরীক্ষা হোক বা না হোক, আবেদনকারী ইন্টারভিউ রাউন্ডে শর্টলিস্ট হোন বা না হোন- অ্যাপ্লিকেশন ফি ফেরত পাওয়া যাবে না কোনও ক্ষেত্রেই।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI