Job News: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ। এর কিছুদিন আগেই ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে। এবার আরও একটি পদে নিয়োগের সংবাদ প্রকাশ্যে এল। ব্যাঙ্কে যারা চাকরি করতে চান, এই পদে নিয়োগ মূলত তাঁদের জন্য নয়। ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ করবে বিসি সুপারভাইজর। কোনও লিখিত পরীক্ষা (Bank of Baroda Recruitment) ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই পদে নিয়োগ করবে ব্যাঙ্ক অফ বরোদা। দেখে নিন কয়টি শূন্যপদ, কত বেতন ?


শূন্যপদ


ব্যাঙ্ক অফ বরোদায় বিসি সুপারভাইজর হিসেবে নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা মাত্র ২টি।


বয়সসীমা


বিসি সুপারভাইজর পদে ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda Recruitment) নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে আগে যারা এই পদে কাজ করেছেন এবং তাঁদের মেয়াদ বর্ধিত হবে, সেক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।


বেতনক্রম


ব্যাঙ্ক অফ বরোদায় বিসি সুপারভাইজর পদে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৫০০০ টাকার স্থায়ী বেতন পাবেন এবং তাঁর সঙ্গে ৫০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত বেতন থাকবে প্রার্থীদের জন্য। এটা ভ্যারিয়েবল কম্পোনেন্ট। এছাড়া রয়েছে মোবাইলের খরচ হিসেবে মাসিক ২০০ টাকা ও যাতায়াতের জন্য মাসিক ২০০০ টাকা। এই যাতায়াতের খরচ শর্তসাপেক্ষে দেওয়া হবে প্রার্থীকে।


শিক্ষাগত যোগ্যতা কী লাগবে


এই পদে কাজের জন্য প্রার্থীর যথাযথ কম্পিউটারে জ্ঞান থাকা চাই, স্নাতক হতে হবে।


এছাড়া M.Sc, BCA বা MCA পাশ করে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।


এছাড়া অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য যে কোনও পাবলিক সেক্টর ব্যাঙ্কে চিফ ম্যানেজারের পদে কাজ করে থাকতে হবে। ন্যূনতম তিন বছর গ্রামীণ ব্যাঙ্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং JAIIB পরীক্ষায় পাশ করে থাকতে হবে।


কাজের মেয়াদ


ব্যাঙ্ক অফ বরোদায় বিসি সুপারভাইজর (Bank of Baroda Recruitment) হিসেবে নির্বাচিত প্রার্থী চুক্তির ভিত্তিতে কাজ করবেন এবং এক বছরের চুক্তি হবে যা পরে প্রার্থীর পারফরম্যান্সের উপর নির্ভর করে অতিরিক্ত ৬ মাস বর্ধিত হতে পারে। কাজের স্থান হবে কর্ণাটকের হুব্বালির শাখায়।


মূলত একটি ইন্টারভিউর মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। তালিকাভুক্ত প্রার্থীদের আগে থেকে জানিয়ে দেওয়া হবে কোথায়, কখন এবং কবে ইন্টারভিউ হবে এই পদে।


আরও পড়ুন: IAS Success Story: চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত পাল্টে দেয় একটি ঘটনাই, দেশের কনিষ্ঠ IAS হন স্বাতী


Education Loan Information:

Calculate Education Loan EMI