Jhargram Jobs: ঝাড়গ্রামে সেশন জজের কোর্টে স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, পিওন ছাড়াও আরও পদে চাকরির সুযোগ তৈরি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারেন চাকরিপ্রার্থীরা।


Jobs in Jhargram: কোন-কোন পদে নিয়োগের বিজ্ঞপ্তি 
জেলা ও দায়রা জজের অফিস, ঝাড়গ্রামে ইংরেজি স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, পিয়ন/ নাইট গার্ড ও সুইপার এর 55 টি পদের জন্য অনলাইনে দরখাস্ত জমা দিতে বলেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল জেলা ও দায়রা জজ অফিস, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।


Jhargram Jobs: ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ-বি)-01


শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার প্রশিক্ষণ ও শর্টহ্যান্ডে সার্টিফিকেট থাকতে হবে চাকরিপ্রার্থীর। শর্টহ্যান্ড স্পিড @ 80 wpm ও টাইপিং স্পিড @ 30 wpm।


Jobs in Jhargram: লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ-সি)-22


শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীর।


Jhargram Jobs: প্রসেস সার্ভার (সামন বেইলিফ) (গ্রুপ-সি)-01


শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। কম্পিউটার অপারেশনের প্রাথমিক জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।


Jobs in Jhargram: পিয়ন/ নাইট গার্ড (গ্রুপ-ডি)-28


শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। কম্পিউটার অপারেশনের প্রাথমিক জ্ঞান কাম্য।


Jhargram Jobs: সুইপার (কর্মাবন্ধু) (গ্রুপ-ডি)-03


শিক্ষাগত যোগ্যতা: বাংলায় পড়া ও লেখার ক্ষমতা।


Jobs in Jhargram: আবেদনকারীর বয়স সীমা
ইংরেজি স্টেনোগ্রাফার পদের জন্য 39 বছরের বেশি বয়সের আবেদনকারী কাম্য নয়। অন্যান্য সকল বিভাগের জন্য 40 বছরের বেশি বয়সের কেউ এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন না। তবে এসসি/এসটি -র জন্য উচ্চ বয়স সীমা 05 বছর, ওবিসির জন্য 03 বছর ও পিডব্লিউডি বিভাগের জন্য 10 বছর শিথিল করা হয়েছে।


Jhargram Jobs: গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদনের শুরুর তারিখ: 21/05/2022


অনলাইন আবেদনের শেষ তারিখ: 10/06/2022


Official website of Calcutta High Court — https://www.calcuttahighcourt.gov.in 


আরও পড়ুন : India Post Payment Bank: তিনের বেশি লেনদেনে লাগবে টাকা, ১৫ জুন থেকে নতুন নিয়ম এই ব্যাঙ্কে


Education Loan Information:

Calculate Education Loan EMI