Best AI Course: আজকালকার দিনে সবথেকে লাভদায়ক কেরিয়ার হল কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা। আজকের দিনে এআইয়ের সাহায্যে ঘণ্টার পর ঘণ্টা ধরে করে চলা কাজ মাত্র কয়েক মিনিটেই হয়ে যাবে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI Technology) এসে যাওয়ায় বহু বড় বড় সংস্থা কর্মী নিয়োগের বদলে এই প্রযুক্তি ব্যবহার করছে। আর এমন কর্মীই চাইছে সংস্থাগুলি যারা এই নয়া প্রযুক্তি (Best AI Course) সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। ফলে এই সেক্টরে যারা পড়াশোনা করেছেন, ডিগ্রি রয়েছে তারা প্রাধান্য পাবেন বেশি।
যখন কোনো যন্ত্র একেবারে মানুষের চিন্তাশক্তি দিয়ে কোনো কাজ করে তখনই তাঁকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। এই ধারণা নিয়েও বহু ছবি হয়েছে হলিউডে। আর এর ফলে যন্ত্র মানুষের কাজকে অনেক সহজ করে তোলে। কৃত্রিম বুদ্ধিমত্তার এত দক্ষতার কারণে বহু সংস্থা তাদের প্রোডাকশন বাড়ানোর জন্য এর উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা হল চ্যাটজিপিটি, গুগল জেমিনি ইত্যাদি।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়তে গেলে ন্যূনতম যোগ্যতা
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশোনা করতে গেলে দ্বাদশ শ্রেণিতে আবশ্যিক বিষয় হিসেবে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতের পাশাপাশি কম্পিউটার সায়েন্স, আইটি ও ইলেক্ট্রনিক্স বিষয় হিসেবে থাকতে হবে।
এভাবে শুরু করুন কেরিয়ার
এআইয়ের জগতে দারুণ কেরিয়ার তৈরি করতে গেলে আপনার কম্পিউটার সায়েন্স এবং গণিতের জ্ঞান থাকা আবশ্যিক। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়ার পরে এই জগতে আপনি কেরিয়ার তৈরি করতে পারেন। কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার টেকনোলজি, গণিত, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যালস ইত্যাদি বিষয়ে ডিগ্রি থাকলেই করতে পারবেন এআইয়ের কোর্স। কিছু কিছু প্রতিষ্ঠানে এআই কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষাও নেওয়া হয়। এই সেক্টরে কাজ করতে পারেন কম্পিউটার সায়েন্সে স্নাতক উত্তীর্ণ প্রার্থীরাও। বি.টেক/এম.টেক স্নাতক, বিসিএ/এমসিএ স্নাতক, বিএসসি আইটি বা এমএসসি আইটি স্নাতক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেভেলপার, আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করেছে এমন সকলেই কৃত্রিম বুদ্ধিমত্তার কোর্সের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
এখান থেকে করতে পারেন কোর্স
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি
চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়
এসআরএম ঈশ্বরী ইঞ্জিনিয়ারিং কলেজ, চেন্নাই
কিংস কর্ণারস্টোন ইন্টারন্যাশনাল কলেজ, চেন্নাই
সবিতা ইঞ্জিনিয়ারিং কলেজ, চেন্নাই
ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, নয়াদিল্লি
অন্য যে কোনো চাকরির থেকে বেশি বেতন
চাকরির নিশ্চয়তা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশোনা করার সবথেকে বড় সুবিধে হল অনেক টাকার বেতন পাওয়া যাবে। ইঞ্জিনিয়ারিংয়ের ভাল শাখা নিয়ে পড়েও এত টাকা বেতন অনেকেই পান না। ইন্ডাস্ট্রি, ডিজাইনিং, স্পেস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইত্যাদি ক্ষেত্রে দারুণভাবে ব্যবহৃত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এক্ষেত্রে প্রাথমিক প্যাকেজ হবে মাসে ৭০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। আর ৪-৫ বছর কাজ করলে সেই বেতন বেড়ে হবে মাসে ৪ থেকে ৫ লক্ষ টাকা।
আরও পড়ুন: UGC: অধ্যাপক হতে গেলে NET বাধ্যতামূলক নয় ! কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কী বদল আনছে ইউজিসি
Education Loan Information:
Calculate Education Loan EMI