BHU Recruitment: বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা বিএইচইউ (BHU)- তে রয়েছে চাকরির সুযোগ। মোট ৩০৭টি শূন্যপদ রয়েছে। জানা গিয়েছে, এই শূন্যপদের মাধ্যমে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে (Banaras Hindu University) নিয়োগ করা হবে প্রফেসর অর্থাৎ অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর। প্রফেস বা অধ্যাপকের জন্য রয়েছে ৮৫টি শূন্যপদ। অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য রয়েছে ১৩৩টি শূন্যপদ। আর অ্যাসিসট্যান্ট প্রফেসরের জন্য রয়েছে ৮৯টি শূন্যপদ। unreserved, EWS, SC, ST, OBC এবং PwBD- এই সমস্ত ধরনের ক্যাটেগরি থেকেই নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাঁরা নির্বাচিত হবেন তাঁরা বেনারস হিন্দু ইউনিভার্সিটির আওতায় থাকা বিভিন্ন কলেজ, ইন্সটিটিউট এবং ফ্যাকাল্টিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।


এই নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন রয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট bhu.ac.in- এ। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। ওই দিন বিকেল ৫টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা। unreserved, EWSs এবং OBCs ক্যাটেগরির প্রার্থীদের একটি নন-রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করতে হবে এবং সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ১০০০ টাকা। অনলাইন পেমেন্ট মোডে টাকা জমা দিতে হবে। অন্যদিকে, SCs, STs, PwBDs ক্যাটেগরির ক্যান্ডিডেটদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। মহিলা এবং ট্রান্সজেন্ডার ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য রয়েছে এই ছাড়। বিশদে তথ্য জানার জন্য বেনারস হিন্দু ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট bhu.ac.in- এ চোখ রাখলেই হবে মুশকিল আসান। 


ভারতীয় সেনবাহিনীতে নিয়োগ 



ভারতীয় সেনাবাহিনী পুরুষ ও মহিলাদের জন্য JAG এন্ট্রি স্কিমের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এপ্রিল 2024 শর্ট সার্ভিস কমিশন (NT) কোর্সের জন্য অনলাইন আবেদনগুলির আমন্ত্রণ জানানো হয়েছে৷ এখানে মোট ৭টি শূন্যপদ রয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন — www.joinindianarmy.nic.in - এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। অনলাইন আবেদনের শেষ তারিখ ২১ জুলাই। শুধুমাত্র অবিবাহিত পুরুষ ও অবিবাহিত মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়সসীমা, সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ২৭ বছর। পুরুষদের জন্য ৫টি এবং মহিলাদের জন্য ২ টি শূন্যপদ রয়েছে। 


আরও পড়ুন- রসুন খেলে ঝরবে মেদ, ভাল হবে হজমশক্তি, আর কী কী উপকার পাবেন?



Education Loan Information:

Calculate Education Loan EMI