পাটনা: বিহারের একটি সরকারি স্কুলে শারীরশিক্ষার শিক্ষক অমিত কুমার। সরকারি চাকরি করেও সংসার চালাতে বাধ্য হয়েছেন জোমাটোর ডেলিভারি বয়ের কাজ করতে। দিনে সরকারি স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে কাটে আর স্কুলের ছুটির ঘণ্টা (Bihar Govt Teacher) বাজলেই গায়ে চাপিয়ে নেন লালরঙা সেই চেনা জোমাটোর ডেলিভারি বয়ের পোশাক। অনেক রাত অবধি বাইক নিয়ে ঘুরে ঘুরে খাবার ডেলিভারি করেন অমিত। এভাবেই চলছে তাঁর সংসার। সরকারি স্কুলে (Bihar Teacher) চাকরি করলেও মাসে বেতন পান মাত্র ৮ হাজার টাকা, তা দিয়ে সংসার চলে না, তাই বাধ্য হয়েই স্কুল ছুটির পর অন্য কাজ করতে বাধ্য হয়েছেন অমিত। তাঁর এই দিন-রাতের জীবনযুদ্ধের কাহিনি চোখে জল আনবে।
একসঙ্গে দু-দুটি চাকরি সামলাতে হচ্ছে অমিতকে। স্কুল ছুটির পর বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত খাবার ডেলিভারি করতে হয় তাঁকে। আর তার এই কঠিন পরিশ্রমের কাহিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সরকারি কর্মীদের বেতনকাঠামোর বৈষম্য এবং ভ্রান্তির দিকগুলি যার কারণে সংসার চালানোর জন্য একজন শিক্ষক হয়েও অমানুষিক পরিশ্রম করতে বাধ্য হয়েছেন বিহারের অমিত কুমার।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২২ সালে অনেক চেষ্টা করে একটি সরকারি চাকরি পেয়েছিলেন অমিত। তাঁর পরিবার যথারীতি এই সংবাদে খুবই খুশি হয়েছিল। ২০১৯ সালে তিনি পরীক্ষা দেন এবং ২০২০ সালে সেই পরীক্ষার ফলাফল প্রকাশ পায়। এর আগে তিনি একটি বেসরকারি স্কুলে পড়াতেন। কিন্তু সেই সময়েই কোভিডের কারণে চাকরি হারান অমিত। আড়াই বছর পরে এই সরকারি চাকরি পান অমিত, কিন্তু এই চাকরিতে স্থায়ী বেতন ছিল মাত্র ৮ হাজার টাকা এবং এটি ছিল আংশিক সময়ের শিক্ষকতার চাকরি। তবে চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিকে তিনি স্কুলে পুরো সময়ই থাকতেন এবং ছাত্র-ছাত্রীদের ক্রীড়াতে উৎসাহ দিতেন। অমিত জানান, 'আড়াই বছর পরেও সরকার আমাদের বেতন বাড়ায়নি। যেখানে সিনিয়র শিক্ষকরা বেতন পান ৪২ হাজার টাকা, সেখানে আমার বেতন মাত্র ৮ হাজার টাকা। জীবন ক্রমেই কঠিন হয়ে পড়েছিল।' এছাড়াও এই বছরের শুরুর দিকে ৪ মাস তাঁর বেতন ঢোকেনি। আর তাই তাঁকে বাধ্য হয়েই বিকল্প আয়ের উৎস খুঁজতে হয়েছিল।
এভাবে চার মাস বেতন না পাওয়ার কারণে বন্ধুদের কাছে ধার বেড়ে গিয়েছিল, ধার মেটাতে অনলাইনে খুঁজে স্ত্রীয়ের পরামর্শে জোমাটো ডেলিভারি বয়ের কাজে যোগ দেন অমিত কুমার। স্কুল শিক্ষক অমিত বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত খাবার ডেলিভারির কাজ করেন।
আরও পড়ুন: Wedding Menu: বিয়ের মিষ্টিতে 'লঙ্কার হালুয়া'! 'ডেকে এনে এসব খাওয়ানো?' রেগে অগ্নিশর্মা আমন্ত্রিতরা
Education Loan Information:
Calculate Education Loan EMI