বাংলাদেশ ব্যাংক নতুন নোট মুদ্রণ শুরু করেছে। তাতে কার ছবি? তাতে রয়েছে জুলাই বিদ্রোহের কোনও চিহ্ন। বাংলাদেশের সংবাদ মাধ্য়ম থেকে জানা যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাপানোর প্রক্রিয়া শুরু করেছে। তাতে জুলাই মাসের বিক্ষোভের প্রতীক রয়েছে। সেই নোটে রয়েছে সেই আন্দোলনের স্মৃতিবহনকারী গ্রাফিতি।
জুলাই - অগাস্টের ধারাবাহিক বিক্ষোভের ফলে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় । হাসিনাকে ৫ অগাস্ট দেশ ছাড়তে হয়। ভারতে চলে আসেন মুজিবুর - কন্যা । নোবেল জয়ী মহম্মদ ইউনূস পরবর্তীকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভূমিকা গ্রহণ করেন। তারপর থেকে আরও অশান্ত বাংলাদেশ। আওয়ামি লিগ সদস্যদের ওপর নিপীড়ন, গ্রেফতারি থেকে সংখ্যালঘু হিন্দুদের ওপর বর্বরোচিত হামলা, চলছে অবিরাম। এই পরিস্থিতিতে ইউনূসের বাংলাদেশ মুছে ফেলতে চায় হাসিনা শাসিত বাংলাদেশের সব চিহ্ন।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নিশ্চিত করেছে, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুসারে 20, 100, 500 এবং 1000 টাকার নোটগুলি নতুন করে ডিজাইন করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, এই নতুন ডিজাইনে আর শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। ব্যাংক ও বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অধিকর্তারা বলেছেন, বর্তমান নোট থেকে নেতার ছবি মুছে ফেলা হবে। প্রাথমিকভাবে, চারটি নোটের নকশা পরিবর্তন করা হচ্ছে এবং বাকিগুলো পর্যায়ক্রমে নতুন করে ডিজাইন করা হবে। নকশা প্রস্তাবগুলো সেপ্টেম্বরে অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ইনস্টিটিউট বিভাগে জমা দেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।