Bose Institute Recruitment: বোস ইনস্টিটিউট সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েটের জন্য অস্থায়ী পদে নিয়োগ হচ্ছে। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে বাছাইপ্রার্থীকে। তবে মূল্যায়ন সাপেক্ষে তিন বছর পর্যন্ত এই চাকরি রিনিউ হতে পারে। ইচ্ছুক প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।
Jobs In Kolkata: সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট
Project Name: Understanding the response of a few phytochemicals on bacterial quorum sensing and associated biofilm formation.
শিক্ষাগত যোগ্যতা:
একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবন বিজ্ঞান, বায়োটেকনোলজি, বা মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর।
Bose Institute Recruitment: নিম্নলিখিত ক্ষেত্রের একটিতে রিসার্চ ও ডেভেলপমেন্টে চার বছরের অভিজ্ঞতা:
বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা, অ্যাকাডেমিক ও শিল্প প্রতিষ্ঠান, সেই সঙ্গে বৈজ্ঞানিক কার্যক্রম ও পরিষেবায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।
সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি, মেডিসিন, বা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম্পর্কিত ক্ষেত্রে ডক্টরেট, বা একটি সমতুল্য ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর।
অগ্রাধিকার দেওয়া হবে: উদ্ভিদ বিজ্ঞানে জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা: এই ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা সরকারি নিয়ম অনুসারে দেওয়া হবে। (SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে বয়সের শিথিলতা সরকারি নিয়ম অনুযায়ী হবে।)
বেতন কাঠামো: ৪২,০০০ টাকা ছাড়াও বাড়িভাড়া ভাতা
কীভাবে আবেদন করতে হবে:
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা যোগ্যতার বিশদ যেমন পরীক্ষায় উত্তীর্ণ, বছর, বিভাগ, মাধ্যমিক থেকে নম্বরের শতাংশ ও সেলফ অ্যাটেসটেড গবেষণার অভিজ্ঞতার ক্ষেত্র উল্লেখ করে সম্পূর্ণ বায়ো-ডেটা সহ একটি টাইপ করা আবেদন নিয়ে নির্বাচন কমিটির সামনে উপস্থিত হতে পারেন। সার্টিফিকেটের কপি, মার্ক-শিট নিয়ে আসবেন। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল মার্কশিট, সার্টিফিকেট, প্রশংসাপত্র ইত্যাদিও আনতে হবে।
ইন্টারভিউ হবে :
রেজিস্ট্রার (অফিসিয়েটিং), বোস ইনস্টিটিউট, ইউনিফাইড একাডেমিক ক্যাম্পাস, ব্লক-ইএন, প্লট নং-80, সেক্টর-ভি, সল্টলেক সিটি, কলকাতা 700 091
গুরুত্বপূর্ণ তারিখ:
ওয়াক-ইন-সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল, ২০২৩ দুপুর ১২টা।
Jobs In Kolkata: কলকাতা বিশ্ববিদ্যালয় প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই চাকরির সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন নির্বাচন প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড ও কীভাবে আবেদন করতে হবে এই তথ্যাদি জানতে আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।
University Of Calcutta Recruitment: কলকাতা বিশ্ববিদ্যালয় প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
প্রতিষ্ঠানের নাম: কলকাতা বিশ্ববিদ্যালয়
পদের নাম: প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
অফিসিয়াল ওয়েবসাইট: www.caluniv.ac.in
শূন্যপদ: ০১টি
বেতন: ৩১,০০০ টাকা
শেষ তারিখ: ১১.০৪.২০২৩
Education Loan Information:
Calculate Education Loan EMI