কলকাতা: রাজ্যের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।West Bengal State Health & Family Welfare Samiti-র অধীনে হবে এই নিয়োগ। স্টাফ নার্স ও ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ।
বর্ধমান মেডিক্যাল কলেজের থ্যালাসেমিয়া ইউনিটে মোট ৪ জনকে নিয়োগ করা হবে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ১৬ নভেম্বরের মধ্যে চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের https://purbabardhaman.gov.in/সাইটে নজর রাখতে হবে।
স্টাফ নার্স-২ পোস্টশিক্ষাগত যোগ্যতা- ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল-এর অধীনে G.N.M ট্রেনিং থাকতে হবে চাকরিপ্রার্থীদের। বয়স সীমা- চাকরিপ্রার্থীদের বয়স কোনওভাবেই যেন ৪০ বছরের বেশি না হয়।
ল্যাব টেকনিশিয়ান-২ পোস্ট শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স , কেমিস্ট্রি বায়োলজি নিয়ে ক্লাস ১২পাশ হতে হবে আবেদনকারীকে।এই ফিল্ডে আবেদনের জন্য D.M.L.T অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজি(DLT)-র শংসাপত্র থাকতে হবে চাকরিপ্রার্থীর।বয়স সীমা- এই পদে আবদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ১৯-৪০ বছর হতে হবে। পুরোপুরি চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।
প্রার্থী বাছাই হবে কীভাবে ?আগামী ১৬ নভেম্বর আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়ার কথা ইন্টারভিউ। New Administrative Building, Office of the Principal, Burdwan Medical College, Burdwan-এর ঠিকানায় হবে এই ইন্টারভিউ।এই বিষয়ে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট https://purbabardhaman.gov.in-এ বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। নির্দিষ্ট দিনে চাকরিপ্রার্থীদের নিজের শিক্ষাগত যোগ্যতা, বয়সের উপযুক্ত প্রমাণপত্র সহ সরাসরি ইন্টারভিউয়ে যেতে হবে। তাই আগে থাকতেই অফিশিয়াল সাইটে বিস্তারিত চাকরির তথ্য ও যোগ্যতা সম্পর্কে জেনে শংসাপত্র আগেই গুছিয়ে নেবেন। তাহলে ইন্টারভিউয়ের আগে এসব নিয়ে আর ভাবতে হবে না।
আরও পড়ুন: IAS Success Story: নিজের বিশ্লেষণ করতে হবে নিজেকেই, ছোট্ট গ্রামের পরিচয় এখন মমতাতেই
আরও পড়ুন: Asiatic Society Recruitment: কলকাতায় এশিয়াটিক সোসাইটিতে একাধিক পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI