কলকাতা: কলকাতার এশিয়াটিক সোসাইটিতে (The Asiatic Society, Kolkata) নানা পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সংস্থায় লোয়ার ডিভিশন ক্লার্ক, বাইন্ডার, জুনিয়র অ্যাটেন্ড্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে হবে নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
সব মিলিয়ে মোট ১৭টি পদে নিয়োগ করবে The Asiatic Society, Kolkata। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, বাইন্ডার, মেন্ডার, জুনিয়র অ্যাটেন্ড্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ।
কোন পদে কত নিয়োগ
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান-২ টি পোস্ট
শিক্ষাগত যোগ্যতা- মাস্টার ডিগ্রি অথবা লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর।
বয়স সীমা- এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স ৩২-এর মধ্যে হতে হবে।
লোয়ার ডিভিশন ক্লার্ক-৯ টি পোস্ট
শিক্ষাগত যোগ্যতা- দশম শ্রেণি পাশ ছাড়াও টাইপিং জানতে হবে চাকরিপ্রার্থীকে।
বয়স সীমা-২৭ বছরের মধ্যে
বাইন্ডার/মেন্ডার- ১টি পোস্ট
শিক্ষাগত যোগ্যতা- এই ক্ষেত্রে সপ্তম শ্রেণি পাশ হলেই প্রার্থী আবেদন করতে পারবেন। তবে তাঁকে এই শিক্ষাগত যোগ্যতার সঙ্গে কোনও সরকারি
প্রেস বা বেসরকারি প্রতিষ্ঠানে ৫ বছর বাঁধাইয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
জুনিয়র অ্যাটেন্ড্যান্ট-৫টি পোস্ট
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চাকরিপ্রার্থীকে।
বয়স সীমা- এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স ৩২-এর মধ্যে হতে হবে।
তবে সরকারি নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে। সেই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ
করতে হবে।
Official website of The Asiatic Society, Kolkata — https://asiaticsocietykolkata.org
কীভাবে করবেন আবেদন ?
উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীদের তাদের কাস্ট, বয়সের প্রামাণ্য নথি জমা করতে হবে The Asiatic Society, 1 Park Street, Kolkata-700016 এই ঠিকানায়।আগামী ৩০ নভেম্বরের মধ্যে করতে হবে এই কাজ।
আরও পড়ুন: IOCL Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে ইন্ডিয়ান অয়েল, জেনে নিন আবেদনের শেষ তারিখ
আরও পড়ুন: West Bengal Food & Supply Jobs: রাজ্যে খাদ্য দফতরে চাকরির সুযোগ, এই যোগ্যতা আছে কি ?
আরও পড়ুন: IAS Success Story: নিজের বিশ্লেষণ করতে হবে নিজেকেই, ছোট্ট গ্রামের পরিচয় এখন মমতাতেই
আরও পড়ুন: IBPS PO Recruitment 2021: চার হাজারের বেশি পদ খালি, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI