কলকাতা: কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে নার্স ও ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ১৭ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে।
Calcutta Medical College Recruitment: কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে স্টাফ নার্স ও ল্যাব টেকনিশিয়ান পদে মোট ৩ জনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ।হাসপাতালের থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ ইউনিটে হবে এই নিয়োগ। এখানে স্টাফ নার্স পদে ২ জনকে নেওয়া হবে। বাকি একটি পদে ল্যাব টেকনিয়াশিন নিয়োগ হবে।
STAFF NURSE – 02
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ক্লাস ১২ পাশ করতে হবে।সঙ্গে জিএনএম নার্সিং কোর্সের শংসাপত্র থাকতে হবে আবেদনকারীর কাছে। এছাড়াও WB Nursing Council-এর রেজিস্ট্রেশন থাকাটা বাধ্যতামূলক। এই ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেবে নিয়োগ কর্তৃপক্ষ।
বয়স সীমা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ২১-৪০ বছর হতে হবে।এই বিষয়ে বিশদে জানতে রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে আবেদনকারীদের।
LABORATORY TECHNICIAN – 01
শিক্ষাগত যোগ্যতা: ল্যাব টেকনিশিয়ান পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ক্লাস ১২ পাশ হতে হবে। সেই ক্ষেত্রে তাঁর পাঠ্যক্রমে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকাটা বাধ্যতামূলক।এছাড়াও চাকরিপ্রার্থীর Diploma in Medical Laboratory Technology (DMLT) অথবা BMLT-র শংসাপত্র থাকতে হবে।
বয়স সীমা-এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ১৯-৪০ বছরের মধ্যে হতে হবে।
কীভাবে আবেদন করবেন ?
ইচ্ছুক চাকরিপ্রার্থীদের তাদের শিক্ষাগত যোগ্যতা, কাস্ট, বয়স ও অভিজ্ঞতার শংসাপত্র আগামী ১৭ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এই ঠিকানায় The Principal,Calcutta National Medical College, Kolkata-700014,জমা দিতে হবে আবেদনপত্র।
Official website of Calcutta National Medical College, Kolkata — https://www.wbhealth.gov.in
আরও পড়ুন : Burdwan Medical College Recruitment: রাজ্যে এই হাসপাতালে নার্স-ল্যাব টেকনিশিয়ানের পদ খালি, এখনই করুন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI