নয়াদিল্লি : যুগান্তকারী সিদ্ধান্ত (Landmark Decision)। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে (Central Armed Police Forces) এবার ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়া হবে। শনিবার একথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগের জন্য হিন্দি ও ইংরাজির পাশাপাশি ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেশজুড়ে আরও অনেক যুবকের জন্য সম্ভাবনা বাড়িয়ে দিল বলে মত ওয়াকিবহাল মহলের।
কোন কোন আঞ্চলিক ভাষায় পরীক্ষা ?
আগামী বছর পয়লা জানুয়ারি পরীক্ষা নেওয়া হবে। এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু, হিন্দি ও ইংরাজির পাশাপাশি আর কোন কোন আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে কৌতূহল রয়েছে। বলা হয়েছে, অহমিয়া, বাংলা, গুজরাতি, মারাঠি, মালায়ালম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরি ও কোঙ্কনি ভাষায় নেওয়া হবে পরীক্ষা।
এই সিদ্ধান্তের জেরে দেশের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী তাঁদের মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। যা তাঁদের অনেকটাই সুবিধা করে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে CAPF-এ যোগ দেওয়ার সুযোগ পাবেন অনেক যুবক। এর পাশাপাশি আঞ্চলিক ভাষাগুলিকেও উৎসাহ দেওয়া হবে বলে মত ওয়াকিবহাল মহলের।
স্টাফ সিলেকশন কমিশনের পরিচালনায় অন্যতম ফ্ল্যাগশিপ পরীক্ষা কনস্টেবল জিডি। গোটা দেশজুড়ে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী এই পরীক্ষায় বসে। এই পরিস্থিতিতে আঞ্চলিক ভাষায় এরকম একটা পরীক্ষায় যাতে স্থানীয় যুবকরা বসে সেজন্য প্রচার অভিযান চালাতে পারে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। কারণ, মাতৃভাষায় পরীক্ষা দিয়ে সাফল্য অর্জনের অন্যতম সেরা সুযোগ এটা। বহু সংখ্যায় যুবক যাতে দেশসেবার জন্য নির্ধারিত এই কাজে যোগ দেওয়ার সুযোগ কাজে লাগায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে বিভিন্ন রাজ্যে চালানো হতে পারে প্রচার। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গাইডেন্সে স্বরাষ্ট্র মন্ত্রক সব আঞ্চলিক ভাষার উন্নয়ন এবং উৎসাহ দেওয়ায় নিবেদিত।
এদিকে কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে একাধিক পদে হচ্ছে নিয়োগ। পশ্চিমবঙ্গ অ্যানাস্থেসিওলজি ও প্যাথলজি বিভাগের আওতায় চুক্তিভিত্তিক বিশেষজ্ঞের নিয়োগ হবে হাসপাতালে। মোট ৩টি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হচ্ছে।
আরও পড়ুন ; চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে হচ্ছে নিয়োগ, কীভাবে আবেদন করবেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI