CAT 2022: আর অপেক্ষা করতে হবে না। ৩ অগাস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে কমন এন্ট্রান্স টেস্টের (CAT 2022) আবেদনের প্রক্রিয়া।  আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীরা চাইলে  iimcat.ac.in  ওয়েবসাইটে গিয়ে সকাল দশটা থেকে আবেদন করতে পারেন।


CAT 2022: কীভাবে আবেদন করবেন ?
কমন এন্ট্রান্স টেস্টে আবেদনের ক্ষেত্রে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে নিজেদের রেজিস্টার করতে হবে আবেদনকারীদের। পরে আবেদনপত্র পূরণ করে নথি আপলোড করতে হবে। শেষে ফি জমা দিলেই কাজ শেষ।  ২০২২ সালের ক্যাট পরীক্ষা আগামী নভেম্বরের ২৭ তারিখে হবে। সেই ক্ষেত্রে দেশের ১৫০টি শহরে নেওয়া হবে পরীক্ষা। মনে রাখবেন, আবেদনপত্র পূরণ করার সময় পরীক্ষার্থীদের পছন্দের জন্য ৬টি শহরের নাম দেওয়া হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখের পর পরীক্ষার্থীদের ৬টি শহরর মধ্য়ে একটি নির্দিষ্ট করে দেওয়া হবে। 


CAT 2022: আবেদনের ফি 
কমন এন্ট্রান্স টেস্টের জন্য় সাধারণ পরীক্ষার্থীদের ২৩০০ টাকা আবেদনের ফি দিতে হবে। সেখানে  SC, ST and PwD প্রার্থীদের জন্য আবেদনের ফি রাখা হয়েছে ১১৫০ টাকা। 


CAT 2022: শিক্ষাগত যোগ্য়তা
ক্য়াটে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের স্নাতক হতে হবে।  প্রফেশনাল ডিগ্রির ক্ষেত্রে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে (CA/CS/ICWA-র যোগ্যতা থাকতে হবে আবেদনকারীদের।  general/ EWS/ NC-OBC আবেদনকারীদের কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে স্নাতক স্তরে। সেখানে (SC/ST/PwD) পরীক্ষার্থীরা স্নাতক স্তরে ৪৫ শতাংশ নম্বর পেলেই পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করবেন।


CAT 2022: গুরুত্বপূর্ণ তারিখ


রেজিস্ট্রেশন ৩ অগাস্ট, ২০২২ (সকাল ১০) এ খোলা হবে
রেজিস্ট্রেশন ১৪ সেপ্টেম্বর (বিকেল ৫টা) শেষ হবে
প্রবেশপত্র ২৭ অক্টোবর - ২৭ নভেম্বর, ২০২২ পর্যন্ত উপলব্ধ
২৭ নভেম্বর পরীক্ষা
২০২৩ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সম্ভাব্য ফল ঘোষণা।


CAT 2022:  প্রশ্নের প্যাটার্ন


ক্যাট একটি জাতীয় স্তরের যোগ্যতা পরীক্ষা । স্নাতকোত্তর এই ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তির জন্য নেওয়া হয় এই পরীক্ষা। ২ ঘণ্টা চলে এই পরীক্ষা। এতে মোট ১৯২ থেকে ২২৮ নম্বরের ৬৪ থেকে ৭৬টি (MCQ) থাকবে।


 


Education Loan Information:

Calculate Education Loan EMI