বার্মিংহাম: গোল্ড কোস্টে গত কমনওয়েলথ গেমসে ভারতকে সোনা এনে দিয়েছিল ভারতীয় মিক্সড ব্যাডমিন্টন দল। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সফলভাবে নিজেদের সেই খেতাব ডিফেন্ড করার থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে পিভি সিন্ধুরা (PV Sindhu)।
একই স্কোরে দুই জয়
সোমবার সিঙ্গাপুরের বিরুদ্ধে দাপুটে ভঙ্গিমায়, এক ম্যাচও না হেরে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিলেন পিভি সিন্ধু, লক্ষ্য সেনরা (Lakshya Sen)। প্রথম ম্যাচে সাত্ত্বিকসাইরাজ রেড্ডি এবং চিরাগ শেট্টি ভারতের হয়ে কোর্টে নামেন। সিঙ্গাপুরের ইয়ং কাই টেরি এবং আন্দু জুনকে হারাতে খুব একটা কসরত করতে হয়নি ভারতীয় শাটলারদের। ২১-১১, ২১-১২ স্কোরলাইনে, স্ট্রেট গেমে নিজেদের ম্যাচ জিতে নিয়ে ভারতকে টাইয়ে এগিয়ে দেন সাত্ত্বিক-চিরাগ জুটি।
এরপর কোর্টে নামেন ভারতের সম্ভবত এই সময়ের সবথেকে বড় ব্যাডমিন্টন তারকা তথা দুইবারের অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু। কাকতলীয় হলেও, বিশ্বের ১৯ নম্বর তারকা জিয়া মিন ইয়োকেও ২১-১১, ২১-১২ স্কোরলাইনেই মাত দেন সিন্ধু। ফলে সব নজর গিয়ে পড়ে তৃতীয় ম্যাচে কোর্টে নামা লক্ষ্য সেনের দিকে। এই টাইয়ের সবথেকে প্রত্যাশিত ম্যাচও ছিল এটি।
বিশ্বের নয় নম্বর তথা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের লোহ কিনের বিরুদ্ধে ১০ নম্বর লক্ষ্যর ম্যাচ নিয়ে উন্মাদনা থাকাটাও খুবই স্বাভাবিক। ম্যাচে অনবদ্য খেললেন ভারতের তরুণ শাটলার। লক্ষ্য প্রথমে একটু মন্থরভাবেই শুরুটা করেন। ৪-০ লিড নিয়ে এগিয়ে যান লোহ। তবে দ্রুতই প্রত্যাবর্তন ঘটিয়ে প্রথম গেমের ব্রেকের সময় ১১-১০ এগিয়ে যান লক্ষ্য। এরপর একসময় ১৬-১০ লিড নিয়ে নিয়েছিলেন ভারতীয় শাটলার। লোহ লড়াই করে ব্যবধান কমাতে সক্ষম হলেও, ২১-১৮-তে প্রথম গেম জেতেন লক্ষ্যই।
লক্ষ্যভেদ
দ্বিতীয় গেমেও লড়াইটা সেয়ানে সেয়ানে হয়, তবে লক্ষ্য বরাবরই গেমে নিজের লিড বজায় রাখতে সক্ষম হন এবং শেষমেশ ২১-১৫ স্কোরে গেম এবং দুর্দান্ত এক ম্য়াচ জিতে নেন। গোটা ম্যাচেই ভারতীয় শাটলারের ফোরহ্যান্ডের জেরে নাস্তানাবুদ হতে হয়েছে লোহকে। এই জয়ের ফলে লোহের বিরুদ্ধে লক্ষ্যর ব্যক্তিগত রেকর্ড দাঁড়াল ৪-২। লক্ষ্য নিজের ম্যাচ জেতায় পর পর তিন ম্যাচ জিতে টাইও জিতে নেয় ভারতীয় মিক্সড ব্যাডমিন্টন দল। আজ রাত ১০টায় তিন বারের কমনওয়েলথ গেমসে মিক্সড টিমের গোল্ড মেডেল জয়ী মালয়েশিয়ার মুখোমুখি হবে ভারত।
আরও পড়ুন: নাইজেরিয়াকে উড়িয়ে ফাইনালের টিকিট পাকা করল পুরুষ টিটি দল