CBSE Exam: দুই-তিন বছর আগেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণির পাঠ্যক্রমে বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে দুটি পৃথক স্তরের সূচনা করা হয়- একটি বেসিক ও অন্যটি অ্যাডভান্সড। এখন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমের ক্ষেত্রেও একইরকম বিধি আনতে চলেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পরীক্ষার সময় থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান ও গণিতের পাঠ্যক্রমেও দুটি পৃথক স্তর আনা হবে বলে জানা গিয়েছে।

এখন সিবিএসই দশম শ্রেণির জন্য গণিতে দুটি স্তর চালু করেছে- স্ট্যান্ডার্ড ও বেসিক। উভয় স্তরের সিলেবাস একই, তবে বেসিক স্তরে প্রশ্নের গুণমান খুবই সহজ করা হবে। ২০২৩ সালে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নবম ও দশম শ্রেণির বিজ্ঞান ও সমাজবিজ্ঞানে দুটি পৃথক স্তর চালু করেছিল। এবারে একাদশ ও দ্বাদশ শ্রেণিতেও একইরকম বিধি আনা হচ্ছে। তবে এই বিধি মেনে দুই স্তরের এনসিআরটি পাঠ্যপুস্তক কবে আসবে নতুনরূপে তা এখনও জানায়নি বোর্ড। ফলে এই নতুন পাঠ্যপুস্তক কবে প্রস্তুত হচ্ছে এর উপরেই নির্ভর করবে এই দুই স্তরীয় বিধি চালু হওয়ার চূড়ান্ত সময়।

কী সুবিধে হবে

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই পদক্ষেপের ফলে সেই সমস্ত শিক্ষার্থীদের সুবিধে হবে যারা বিজ্ঞান ও গণিতের মত বিষয় পড়তে চান কিন্তু তাদের ভবিষ্যৎ পরিকল্পনা টেকনিক্যাল ক্ষেত্রকে ঘিরে নয়। ফলে এই ধরনের শিক্ষার্থীরা এখন থেকে এই বিষয়গুলি সহজে অর্থাৎ একেবারে মৌলিক স্তরে অধ্যয়ন করতে পারবে। আর অন্যদিকে ইঞ্জিনিয়ারিং, গবেষণা বা মেডিকেল ক্ষেত্রে কেরিয়ার গড়তে চায় যে শিক্ষার্থীরা তারা এই বিষয়গুলি অ্যাডভান্সড স্তরে পড়তে পারবেন।

শিক্ষার্থীদের ব্যক্তিগত ইচ্ছে প্রাধান্য পাবে

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই পদক্ষেপের মূল কারণ হল সিবিএসই-র এই প্রকল্পের লক্ষ্য হল শিক্ষার্থীদের উপরে পড়াশোনার বোঝা কমানো এবং তাদের কেবল সেই বিষয়গুলিতেই গভীরভাবে পড়াশোনার সুযোগ দেওয়া যেগুলিতে তাদের আগ্রহ আছে বা তাদের কেরিয়ার পরিকল্পনা রয়েছে। এখন থেকে তাই সিবিএসইর এই পদক্ষেপের কারণে কোনও শিক্ষার্থীই কঠিন বিষয় বাধ্য হয়ে পড়বে না। নিজের ইচ্ছায় নিজের সুবিধেমত বিষয়ের কাঠিন্য বেছে নেওয়ার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের।

NEP ২০২০ এবং NCFSE-র সঙ্গে সঙ্গতিপূর্ণ

সিবিএসই-র এই পদক্ষেপ জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং জাতীয় পাঠ্যক্রম কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর লক্ষ্য হল শিক্ষার্থীদের শিখনের গতি, আগ্রহ ও কেরিয়ার অনুসারে আরও ভাল বিকল্প প্রদান করা। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনা কেবলমাত্র ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি তাদের স্বপ্নের ভিত্তি হয়ে উঠবে।


Education Loan Information:

Calculate Education Loan EMI