কলকাতা: CBSE দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গতকাল। দ্বাদশে গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে দশমিক ছয় পাঁচ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। CBSE-র দ্বাদশের পরীক্ষায় ৫০০-র মধ্যে ৪৯৬ পেয়েছেন বংশীকা কোঠারি। শতকরা হিসেবে তার প্রাপ্ত নম্বর ৯৯.২ শতাংশ।
সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সোমবার। এ বছর পাসের হার ৮৭.৯৮%। পরীক্ষা দিয়েছিলেন ১৬ লক্ষ ২১ হাজার ২২৪ পড়ুয়া। তার মধ্যে ১৪ লক্ষ ২৬ হাজার ৪২০জন পাশ করেছেন। ৯৫%-এর বেশি নম্বর পেয়েছেন ১.৪৮% পরীক্ষার্থী এবং ৯০%-এর বেশি পেয়েছেন ৭.১৬% পরীক্ষার্থী। কৃতীদের মধ্যে রয়েছেন কাঁকুড়গাছির বাসিন্দা বংশিকা কোঠারি। আলিপুরের লক্ষ্মীপদ সিংহানিয়া অ্যাকাডেমির ছাত্রী বংশিকা ছিলেন কলা বিভাগের ছাত্রী। ছিল না কোনও প্রাইভেট টিউশন। আগামী দিনে সাংবাদিক হওয়ার স্বপ্নে আপাতত প্রস্তুতি নিচ্ছেন তিনি।
গৃহ শিক্ষক ছাড়াই সাফল্য: CBSE-র এই কৃতী ছাত্রীর ছিল না কোনও প্রাইভেট টিউশন। ভরসা ছিল শুধুমাত্র স্কুল। বংশিকার কথায়, "খুব ভাল লাগছে। আমি ভাবতেই পারছি না এরকম কিছু হচ্ছে। এরকম রেজাল্ট করেছি। ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সাইকোলজি, মাস মিডিয়া স্টাডিজ়, অন্ট্রাপ্রেনারশিপ ।এর মধ্যে সবথেকে প্রিয় বিষয় মাস মিডিয়া স্টাডিজ়। এই সাফল্যের পিছনে স্কুলের শিক্ষকদের অনেক অবদান রয়েছে। আমার কোনও প্রাইভেট টিউশন অর্থাৎ গৃহ শিক্ষক ছিলেন না। স্কুলের শিক্ষকদের সাহায্য পেয়েছি সবসময়। আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করেছেন। তাঁদের বিশ্বাস ছিল আমার উপর। আমি এই ফলটা করতে পারব তাঁরা সেই ভরসা রেখেছিলেন সবসময়। আমি তাঁদের আশানুরূপ ফল করতে পেরে খুবই খুশি।''
যে কোনও সিদ্ধান্তে পাশে থেকেছে পরিবার: বংশিকা জানালেন তাঁর এই সাফল্যের পিছনে রয়েছে বাবা মায়ের ভরসা। তিনি বলেন, "বাড়িতে বাবা, মা আর দাদা আছেন। পরিবারের সহযোগিতা পেয়েছি সবসময়। কারণ যে কোনও পড়ুয়াই একাদশে কলা বিভাগে পড়া শুরু করলে বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করে। দুনিয়াতে যে যাই বলুক না কেন আমি পরিবারকে পাশে পেয়েছি। তাঁরা আমাকে সমর্থন করেছেন। বৃহত্তর ক্ষেত্রে কীভাবে সফল হওয়া যায় তাঁর স্বপ্ন দেখিয়েছেন বাবা মা। তাই পড়াশোনা করাটাও সহজ হয়েছে।''
চোখে সাংবাদিক হওয়ার স্বপ্ন: দেশ দুনিয়ার খবর জানতে তাঁর ভাল লাগে। আগ্রহ রয়েছে রাজনীতিতে। তাই বংশিকা পড়তে চান জার্নালিজ়ম এন্ড মাস কমিউনিকেশন নিয়ে। এদিন বংশিকা বলেন, "সাংবাদিক হতে চাই ভবিষ্যতে। সাংবাদিকতা জগতের এই বৃহত্তর দুনিয়ায় ছোট একটা অংশ হতে চাই। দ্বাদশেও মাস মিডিয়া স্টাডিজ় এই কারণেই নিয়েছি। এই ক্ষেত্রে সবকিছুর প্রতি আমার ভালবাসা রয়েছে। রাজনীতি থেকে অ্যাফেয়ার্স সমস্ত বিষয়ে আমার আগ্রহ রয়েছে। সেই আগ্রহকে আরও এগিয়ে নিয়ে যেতে এর থেকে ভাল পেশা আর কিছু হতে পারে না।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI