নয়াদিল্লি: CBSE-র নামে চালানো হচ্ছে ভুয়ো খবর। একটি অডিও টেপের মাধ্যমে চলছে এই প্রচার। বেগতিক দেখে এবার পড়ুয়াদের সতর্ক করতে 'অ্যালার্ট মেসেজ' ছাড়ল CBSE। 


সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) তরফে বলা হয়েছে, বোর্ড এরকম কোনও অডিও বার্তা দেয়নি। পড়ুয়ারা যেন কোনওভাবেই এই ভুয়ো টেপের ওপর বিশ্বাস না করে। সতর্ক বার্তায়  বোর্ড জানিয়েছে, সম্প্রতি একটি ভুয়ো অডিও টেপ তাদের নজরে এসেছে। যেখানে ১২ ক্লাসের অ্যাকাউন্ট্যান্সি পরীক্ষায় ত্রুটির কথা বলা হয়েছে। সবথেকে বড় বিষয়, বোর্ডের কন্ট্রোলারের নামে চালানো হচ্ছে এই এডিও বার্তা। যেখানে বলা হয়েছে, অ্যাকাউন্ট্যান্সির প্রথম পত্রের পরীক্ষায় ত্রুটির কারণে পরীক্ষার্থীদের ৬ নম্বর গ্রেস মার্কস হিসাবে দেওয়া হবে। 



যদিও CBSE বলছে এই খবর একেবারে ভুয়ো ও ভিত্তিহীন । ১৩ ডিসেম্বর অ্যাকাউন্ট্যান্সির পরীক্ষা নিয়ে খবর বিভিন্ন জায়গায় প্রকাশিত হচ্ছে তা ভুয়ো। এই খবর যেন কেউ বিশ্বাস না করেন। এই ধরনের কোনও সিদ্ধান্ত বোর্ডের তরফে নেওয়া হয়নি।


সম্প্রতি বিবৃতি দিয়ে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education) জানিয়েছে, গত ১১ ডিসেম্বর সিবিএসই দশম শ্রেণি প্রথম টার্মের ইংরেজি পরীক্ষা ছিল। ওই প্রশ্নপত্রের একটি অংশ বোর্ডের গাইডলাইন মেনে হয়নি। স্টেকহোল্ডারদের থেকে পাওয়া প্রতিক্রিয়া এবং বিশেষজ্ঞ কমিটির মতামত নিয়ে ওই প্রশ্ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশপাশি পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সিবিএসই দশমের ইংরেজি প্রশ্নপত্রে বিতর্ক তৈরি হয়। ইংরেজি পরীক্ষায় নারীবিদ্বেষী প্রশ্নের অভিযোগ ওঠে। এই নিয়ে সংসদে নিন্দায় সরব হন সনিয়া গাঁধী (Sonai Gandhi)।  অবিলম্বে প্রশ্নপত্র প্রত্যাহারের দাবিও তোলেন তিনি। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi) ট্যুইটারে লেখেন, "যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করতে আরএসএস-বিজেপির চক্রান্ত''। তবে পরীক্ষা নিয়ে এরকম ভুয়ো খবরের অভিযোগ এই প্রথমবার নয়। অতীতেও অনেকবার হয়েছে। যেখানে প্রশ্নপত্র ফাঁসের খবর সংবাদের শিরোনামে এসেছে বহুবার। 


Education Loan Information:

Calculate Education Loan EMI